লালমনিরহাটের আদিতমারী উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের চরিতাবাড়ী গ্রামের হিন্দু ধর্মাবলম্বী উকিলেশ্বরের পরিবারের বসতঘর, আসবাবপত্র, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার, গরু-ছাগলসহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে পরিবারটির প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এরপর থেকে পরিবারটি মানবেতর দিন যাপন করছিল। ক্ষতিগ্রস্ত পরিবারটির মাঝে সহযোগিতায় এগিয়ে এসেছেন উপজেলার রূহানীনগর মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মো. আব্দুর রহমান কারীমী।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধায় তিনি ওই পরিবারকে দুই বস্তা চাল, সয়াবিন তেল, মশুর ডাল, সাবান, হুইল পাউডার, পিয়াজ, রসুন, গুড়া হলুদ, লবণ, গুড়া মরিচ, ডিম ও নগদ আর্থিক সহায়তা করেন।
আব্দুর রহমান কারীমী বলেন, ‘মানুষের বিপদের সময় ধর্ম-বর্ণ নির্বিশেষে পাশে দাঁড়ানো আমাদের নবীর (সা.) শিক্ষা।’
তিনি স্থানীয় প্রশাসনসহ ও বিত্তবানদের ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
আদিতমারী উপজেলা ফায়ার সার্ভিসের ওয়ারহাউস পরিদর্শক নিতাই চন্দ্র বলেন, ‘বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। এ সময় আগুনের লেলিহান শিখায় চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় প্রায় দেড় ঘন্টা পর আগুন নেভানো সম্ভব হলেও ততক্ষণে পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়। তবে ফায়ার সার্ভিসের প্রচেষ্টার ফলে আগুন পার্শ্ববর্তী বাড়িতে ছড়াতে পারেনি।’
কেকে/ এমএ