মাগুরার শালিখায় মাংস বিক্রির উদ্দেশ্যে ঘোড়া জবাইয়ের অভিযোগ উঠেছে উপজেলার টেকের হাট বাজারের গরুর মাংস বিক্রেতা হীরাণ মীরের (৩৫) বিরুদ্ধে।
হীরণ মীর শালিখা উপজেলার শতপড়া গ্রামের হাবিবার মীরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত গভীর রাতে হীরাণ ও তার সঙ্গীয় কিছু লোক শালিখা ইউনিয়নের শতপাড়া গ্রামের পালপাড়ার শ্মশানের পার্শ্বে একটি বাগানে মাংস বিক্রির উদ্দেশ্যে একটি রুগ্ন ঘোড়া জবাই করে। তা থেকে মাংস কাটতে থাকে। পরে এলাবাসী বিষয়টি বুঝতে পেরে তাদেরকে ধাওয়া করে। তখন তারা গলা ও পা কাটা অবস্থায় ঘোড়াটিকে রেখে পালিয়ে যায় এবং এলাকায় উত্তেজনা তৈরী হয় পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে বিষয়টি নিয়ন্ত্রণ করে।
এ বিষয়ে শতপাড়া গ্রামের প্রত্যক্ষদর্শী অনিক হাসান বলেন, প্রথমে আমি ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয় ইউপি সদস্য ও শালিখা থানা ফাঁড়ি পুলিশকে খবর দেই। এর আগেও কয়েকবার হিরাণ গরু চুরি করে ওই একই স্থানে জবাই করে মাংস বিক্রি করেছে বলে অভিযোগ স্থানীয়দের।
শালিখা ইউনিয়নের শতপাড়া ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য জহুরুল ইসলাম বলেন, ঘটনাটি শোনা মাত্রই আমি কতিপয় লোক নিয়ে ঘটনা স্থলে যাই তখন হিরান ও তার লোকজন পালিয়ে যায়।
হীরানের বিরুদ্ধে গরু চুরি, রুগ্ন গরু জোবাই ও গরুর বদলে ঘোড়ার মাংস বিক্রয়ের অভিযোগ করেন তিনি। গরুর মাং বিক্রয়ের নামে ঘোড়ার মাংস বিক্রি করা একটি বড় ধরনের প্রতারণা এ কারণে হিরানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ বিষয়ে অভিযুক্ত হিরানে সঙ্গে মুঠোফোনে কয়েকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।
শালিখা থানা ফাঁড়ি ইনচার্জ সুলতান খান বলেন, বিষয়টি শুনে আমাদের পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায় এবং গলা ও পা কাটা অবস্থায় একটি ঘোড়া দেখতে পাই। তবে এ বিষয়ে অভিযুক্ত হিরান পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
কেকে/ এমএস