ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও ষষ্ঠীবিহীত পূজার মধ্য দিয়ে পটুয়াখালীর গলাচিপায় হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সূচনা হয়েছে।
রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় জেলার অধিকাংশ মন্ডপে দেবী দুর্গার মঙ্গল অর্চনার মধ্য দিয়ে শুরু হয় মহাষষ্ঠী। এসময় ধুপের ধোঁয়া, কাঁসর ঘন্টা, শাঁখ, উলুধ্বনী আর চন্ডিপাঠে মুখর হয়ে ওঠে মন্দির প্রাঙ্গন। মহাষষ্ঠীতে অশুভ শক্তির বিনাশে ‘মঙ্গলময়ী’ দেবীর জাগরনে সুর প্রতিষ্ঠার প্রার্থনা করেন ভক্তরা।
সন্ধ্যায় দেবী দুর্গার আমন্ত্রন ও অধিবাসের মধ্য দিয়ে জেলার ১৮৮টি মন্ডপে শুরু হবে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা।
কেকে/বি