মহাষষ্ঠীর মধ্য দিয়ে আজ রোববার (২৮ সেপ্টেম্বর) বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা শুরু হচ্ছে।
দেবি দুর্গা চার সন্তান লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গনেশকে নিয়ে স্বামী বাড়ি থেকে মর্তলোকে বাবার বাড়িতে আগমন করেছেন। আবাহমানকাল ধরে প্রতি বছর অত্যন্ত জাঁকজমকের সঙ্গে এ উৎসব পালন করা হয়।
সকাল থেকেই বিভিন্ন মন্দিরে দেবী দুর্গাকে বরণের প্রস্তুতি চলছে।
আজ ধূপধুনচি, পঞ্চপ্রদীপ আর ঢাকের বাদ্যের তালে আসনে অধিষ্ঠিত হবেন দেবী দুর্গা। বোধনের ঘট স্থাপনের মধ্য দিয়েই দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে।
পঞ্জিকা অনুযায়ী, আজ রোববার সকাল ১১টা ১১ মিনিট পর্যন্ত ষষ্ঠী তিথিতে অনুষ্ঠিত হবে দেবীর আমন্ত্রণ ও অধিবাস। দেশের বিভিন্ন মন্দিরে সায়ংকালে দেবীর বোধন অনুষ্ঠিত হবে। এদিকে, শঙ্খধ্বনি, উলুধ্বনি আর ঢাকের বাদ্যে দেবীকে বরণের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন ভক্তরা।
আগামী বৃহস্পতিবার (২ অক্টোবর) বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ৫ দিনব্যাপী এই উৎসব শেষ হবে।
কেকে/বি