খুলনার রূপসা উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানজিদা রিকতা।
সভায় বক্তৃতা করেন, থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা তরুণ কুমার বালা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. আহসান হাবীব, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম আনোয়ারুল কুদ্দুস, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল মো. রাসেল,
পল্লী বিদ্যুতের এজিএম এমএ হালিম খান।
আরো উপস্থিত ছিলেন, আনসার ভিডিপি কর্মকর্তা বিপুল গাজী, ফায়ার সার্ভিসের মো. মোশরেফ হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা সাইফুর রহমান, সদস্য সচিব মো. জাবেদ হোসেন মল্লিক, উপজেলা জামায়াতের আমির মাওলানা লবিবুল ইসলাম, মাদ্রাসা সুপার মাওলানা শফিউল্লাহ, ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. আছাবুর রহমান, মো. জিয়াউল ইসলাম, মো. ইলিয়াস হোসেন, মাসুম বিল্লাহ, প্যানেল চেয়ারম্যান ফিরোজ শেখ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মো. ওবায়েদ ফরাজী, রূপসা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আ.রাজ্জাক শেখ, ছাত্র প্রতিনিধি তামিম হাসান লিয়ন, ফায়াদ গাজী, মেহেরাব হোসেন, তরিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তর প্রধান ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
সভায় সিদ্ধান্ত হয়, পূজার সময় সড়কে ট্রলি চলাচল বন্ধ থাকবে। এছাড়া অন্য ধর্মের যেন কোন ক্ষতি না হয়।
সম্প্রীতির সমাবেশ বজায় রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান হয়।
কেকে/বি