ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, আমরা পরিষ্কার—কিন্তু বুঝি আজকে বাংলাদেশে রাষ্ট্রীয় সংস্কার, দৃশ্যমান বিচার এটা কিন্তু আমাদের পাশের দেশ ভারত চায় না। কারণ এটা যদি হয় তাহলে এই দেশকে আর তারা গোলামের জিনজিরে আবদ্ধ করতে পারবে না।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার উদ্যোগে শকুনি লেক পাড় মুক্তমঞ্চে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রেজাউল করিম বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি, বিএনপি বলেছে ক্ষমতায় যাওয়ার পরে যারা সরকার গঠন করবে তারা দুই বছরের ভিতরে আইনি ভিত্তি দিবে তাহলে আমাদের কথা হল আচ্ছা যেটা দিবেন এখন দিতে অসুবিধা কি? এখানে আরেকটি উদ্দেশ্য থাকতে পারে তা না হলে যেটা দিবেন এখনই দিয়ে ফেলেন—এ ব্যাপারে আপনাদের আপত্তি কেন?
তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মো. ইউনুস তাদের সরকারের মূলত তিনটি কাজ আমাদের জাতির সামনে কমিটমেন্ট করেছেন। তার মধ্যে সংস্কার, দৃশ্যমান বিচার, জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু লেভেল প্লেয়িং ফিল্ড—কিন্তু দুঃখের বিষয় বলতে হয় সংস্কার ও দৃশ্যমান বিচার আমাদের সামনে দৃশ্যমান হওয়ার আগেই বর্তমান অন্তর্বতীকালীন সরকার জাতীয় নির্বাচনের সময় ঘোষণা করেছেন।
দাবির কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের দাবি ছিল—জুলাই অভ্যুত্থানে আমাদের হাজার হাজার মায়ের কোল যে খালি হল, যারা পঙ্গু হল, চক্ষু হারাল সেই ভাষা কি আপনারা বুঝেন না? সেই জুলাই চেতনা কি আপনারা ভুলে গেছেন? যে মানুষগুলো জানের মায়া ছেড়ে রাস্তায় নেমেছিল তাদের উপহারগুলো তাদের না দিয়ে একটা নির্বাচনকে আপনারা মুখ্য বানালেন।
এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশের মাদারীপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মুফতি আল আমীন বিএ ওহাবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফরিদপুর বিভাগ মাওলানা আরিফুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) মাওলানা এসএ আজিজুল হক, জাতীয় ওলামা মাশায়েক আইম্মা পরিষদ শিবচর উপজেলা শাখার সভাপতি মাওলানা আকরাম হোসাইন প্রমুখ।
কেকে/এজে