মেহেরপুরের গাংনীর চরগোয়াল গ্রামের ক্লাবপাড়ার একটি মুদি দোকানের সামনে থেকে দুটি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করে প্রাথমিকভাবে নিষ্ক্রিয় করে পুলিশের একটি টিম।
পূর্ব শত্রুতার জের ধরে কেউ বোমা সাদৃশ্য বস্তু ফেলে রেখে ভয় দেখাচ্ছে বলে দাবি করেছেন মুদি দোকানী কামরুজ্জামান লিপু।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, কামরুজ্জামান লিপুর দোকানের সামনে লাল স্কচ টেপ দিয়ে মোড়ানো দুটি বোমা সাদৃশ্য বস্তু দেখে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে তা উদ্ধার করে। তবে আসল বোমা নয় বলে সন্দেহ করা হচ্ছে। তদন্তের মাধ্যমে ঘটনার রহস্য উন্মোচনের চেষ্টা করা হচ্ছে।
কেকে/ এমএস