বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫,
২০ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
শিরোনাম: আন্দোলনরত শিক্ষকরা কাজে না ফিরলে আইনি ব্যবস্থা      রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় ইসিকে তফসিল দেওয়ার আহ্বান নাহিদের      খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা      অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধে জিরো টলারেন্স নিশ্চিত করতে হবে : উপদেষ্টা ফরিদা      প্রবাসীরা ৬০ দিনের বেশি দেশে থাকলে ফোন রেজিস্ট্রেশন করতে হবে      এভারকেয়ারের পাশে সেনা-বিমান বাহিনীর মহড়ায় বিভ্রান্ত না হওয়ার অনুরোধ      শীত নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অধিদপ্তর      
খোলাকাগজ স্পেশাল
এনসিপির রাজনৈতিক কৌশল পরিবর্তন
শিপার মাহমুদ
প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৪২ এএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

নতুন রাজনৈতিক বন্দোবস্তের ঘোষণা দিয়ে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আত্মপ্রকাশ ঘটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নেতৃত্বেই গঠিত হয় তারুণ্যনির্ভর এ দলটি। 

কিন্তু দেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের কথা বলে আসা দলটিই শুরু থেকে নানা কারণে বিতর্কিত হয়ে পড়ে। বিশেষ করে রাজনৈতিক কৌশলের কারণে প্রত্যাশা পূরণে পিছিয়ে পড়ে তারা। সম্প্রতি নিজেদের অবস্থান পরিবর্তনে সচেষ্ট হয়েছে এনসিপি। কোনো জোটের অংশ থেকে তৃতীয় শক্তি হিসেবে আবির্ভূত হতে চাইছে দলটি। যাকে ইতিবাচকভাবে বেখছেন বিশ্লেষকরা। 

দল গঠনের সময় নিজেদের মধ্যপন্থি দল হিসেবে ঘোষণা করে এনসিপি। যদিও অভিযোগ রয়েছে, দলটিতে জামায়াতে ইসলামীসহ ডানপন্থি রাজনৈতিক দলের প্রভাব রয়েছে। দেশের বিভিন্ন জায়গার এনসিপির নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আসতে থাকে। এ ছাড়া রাজনৈতিক কৌশলগত ব্যর্থতার কারণে গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে আবির্ভূত হতে পারেনি দলটি। এর সবচেয়ে বড় প্রমাণ, ডাকসু ও জাকসু নির্বাচনে এনসিপি সমর্থিত প্যানেলের ভরাডুবি। সব মিলিয়ে দেশের বড় অংশের ভোটরদের মধ্যে আস্থা জাগাতে পারেনি তারা।

বিষয়টি স্বীকার করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও। সম্প্রতি দলের সমন্বয় সভায় তিনি জানান, সাংগঠনিকভাবে এক বছরে এনসিপি যতটা শক্তিশালী হওয়ার কথা ছিল, তা অর্জন করা যায়নি। 
ডাকসু ও জাকসু নির্বাচনের ফলে এনসিপি সমর্থিত প্যানেলের (বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ) বিপর্যয় দুঃখের বিষয় মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র নেতৃত্ব গড়ে উঠবে, এটা আমাদের প্রত্যাশা ছিল। কিন্তু কিছুটা দুঃখের বিষয় যে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যে প্যানেলকে আমরা সমর্থন করেছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগরে তারা আশানুরূপ ফল করতে পারেনি। ফলে আমরা নিজেরাও বোঝার চেষ্টা করেছি, এই এক বছরের মধ্যে এমনকি হলো, কেন আমরা পারলাম না, আমাদের ব্যর্থতার জায়গাটা কোথায় ছিল। সাংগঠনিকভাবে আমাদের যতটা শক্তিশালী হওয়ার কথা ছিল, বিশ্ববিদ্যালয়গুলোতে এবং সারা দেশে, এই এক বছরে সেই সাংগঠনিক শক্তি অর্জন করতে পারিনি।’

সাংগঠনিক শক্তি অর্জন করতে না পারার বিভিন্ন কারণ ছিল বলে জানান এনসিপি আহ্বায়ক। তিনি বলেন, ‘এটার নানা বাস্তবতা ছিল। বাংলাদেশ গত এক বছরে নানা অস্থিরতা, নানা কিছুর মধ্য দিয়ে পার হয়েছে। এখনো পার হচ্ছে। গণঅভ্যুত্থানের পর এ সবকিছুর দায়িত্ব, দায়ভার আমাদের ওপর এসে পড়েছিল। ফলে আমরা সেই আত্মমূল্যায়নটা করছি, আত্মসমালোচনাটা করছি। এবং সামনের দিকে যাতে এ ভুলটা না হয়, সে বিষয়ে আমরা যাতে সচেতন থাকি, সেই আহ্বান আপনাদের প্রতি থাকবে। তবে আমাদের সমর্থিত ছাত্র সংগঠন বা প্যানেল খুব অল্প সময় রাজনীতি করার সুযোগ পেয়েছে।’

পিআর নিয়ে অবস্থান পরিবর্তন : সংখ্যানুপাতিক পদ্ধতির পক্ষে শুরু থেকে কঠোর অবস্থানে ছিল এনসিপি। দলটি দাবি করেছিল, পিআর পদ্ধতিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। তবে সম্প্রতি এ অবস্থান থেকে সরে এসেছে দলটি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, নিম্নকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর চায় না তার দল। তিনি বলেন, ‘জামায়াত সংসদের উভয়পক্ষে পিআর পদ্ধতি চায়। আর এনসিপি শুধু উচ্চকক্ষে পিআরের পক্ষে। তবে জাতীয় পার্টিসহ আওয়ামী লীগের দোসরদের নিষিদ্ধের বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট।’

এ ছাড়া জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ বিভিন্ন দাবিতে জামায়াতে ইসলামীসহ সাতটি দলের আন্দোলনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি নেই বলে জানিয়েছেন নাহিদ ইসলাম। এ প্রসঙ্গে তিনি বলেন, যেসব ইস্যুতে আন্দোলনগুলো হচ্ছে, সে ইস্যুগুলো সামগ্রিকভাবে সমস্যার সমাধান করতে পারবে না। ঐকমত্য কমিশনের প্রস্তাব নিয়ে বিচার-বিশ্লেষণ করছে এনসিপি। 

এ ছাড়া জামায়াতের সঙ্গে নির্বাচনি সমঝোতায় যেতে এনসিপিতে আপত্তিও রয়েছে। অন্যদিকে, সংস্কার নিয়ে জামায়াতের কিছু দাবির সঙ্গে এনসিপির মতপার্থক্য থাকায় দলটি জামায়াতের সঙ্গে যুগপৎ আন্দোলনে যাচ্ছে না। এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, রাজনীতির মাঠ বুঝে আপাতত কিছুটা কৌশলী অবস্থান নিয়েছে এনসিপি।

নতুন রাজনৈতিক বোঝাপড়া : আত্মপ্রকাশের সাত মাসের মধ্যেই দলটির শীর্ষ নেতারা আর এককভাবে রাজনীতি না করে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছেন। এ লক্ষ্যে এনসিপি ও গণঅধিকার পরিষদের মধ্যে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্যেই এনসিপি ও গণঅধিকার পরিষদের মধ্যে অনানুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে।

দলীয় সূত্রের দাবি, জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যেই এনসিপি ও গণঅধিকার পরিষদের মধ্যে আলোচনা চলছে এবং এ আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে। 

এ বিষয়ে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, ‘শীর্ষ নেতাদের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে।’ তিনি আশা প্রকাশ করেন, ‘গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণরা একসঙ্গে কাজ করবেন এবং এ আলোচনা অব্যাহত থাকবে।’

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  এনসিপি   রাজনৈতিক কৌশল   পরিবর্তন  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

হামজা-শমিতদের ম্যাচ থেকে ৪ কোটির বেশি আয় বাফুফের
পশ্চিমবঙ্গ পুলিশে যোগ দিলেন ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার
চিরিরবন্দরে বাস–ভ্যান সংঘর্ষে নিহত ২
মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩
দশমিনায় মৎস্য মেরিন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

সর্বাধিক পঠিত

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বান্দরবানে প্রার্থনা সভা
ফটিকছড়িতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান
সাভারে টিভি সাংবাদিকদের সংগঠন টিআরসি'র আত্মপ্রকাশ
চিরিরবন্দরে বাস–ভ্যান সংঘর্ষে নিহত ২
বিএনপি নেতার পুকুরে বিষপ্রয়োগ

খোলাকাগজ স্পেশাল- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close