ঢাকার সাভারে একটি কারখানায় সংঘটিত নিরাপত্তাকর্মী রিমন হোসেন হত্যাকাণ্ডের রহস্য এক বছর পর উদঘাটন করেছে পুলিশ।
রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির।
সাভার সার্কেল কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শাহিনুর কবির বলেন, ‘গত বছরের ৩ আগস্ট সাভারের হেমায়েতপুরে এমই বিডি টেক লিমিটেড কারখানায় ডাকাতির উদ্দেশ্যে একদল ডাকাত হানা দেয়। এ সময় ডাকাতরা কারখানার নিরাপত্তা কর্মী রিমন হোসেনকে ছুরিকাঘাতে হত্যা করে। পরে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এ সময় পুলিশ নিহতর মোবাইল ফোন উদ্ধার করলেও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতে পারেনি।’
তিনি জানান, পুলিশ গতকাল শনিবার (২০ সেপ্টেম্বর) উন্নত প্রযুক্তি ব্যবহার করে হত্যার সাথে জড়িত মানিক মোল্লা নামের এক খুনিকে গ্রেফতার করে। পরে আজ মানিকের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে হত্যাকারী ভোলা সরকার ওরফে আব্দুল্লাহ আল মামুন, সাইফুল ইসলাম ও হৃদয় আহমেদকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত আসামিদের দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
শাহিনুর কবির বলেন, ‘ডাকাতি করার উদ্দেশ্যে মূলত হত্যাকারীরা ঐ কারখানায় হানা দেয়। ডাকাতি করতে না পারায় ওই নিরাপত্তাকর্মীকে ছুরিকাঘাতে হত্যা করে তারা।’
সংবাদ সম্মেলনে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞাসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কেকে/ এমএ