বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই বাংলাদেশের নারী সমাজকে ঘর থেকে বের করে আত্মমর্যাদার পথে দাঁড় করিয়েছিলেন। তার উদ্যোগেই গঠিত হয়েছিল মহিলা বিষয়ক মন্ত্রণালয়, মহিলা দল ও জাতীয় মহিলা সংস্থা, যা নারীর অগ্রযাত্রার নতুন দিগন্ত উন্মোচন করেছিল।’
শনিবার (২০ সেপ্টেম্বর) বিকালে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে নারী জাগরণ ও ক্ষমতায়নকে সামনে রেখে বিএনপি আয়োজিত নারী সমাবেশে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
তেঘরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সমাবেশে গয়েশ্বর চন্দ্র আরও বলেন, ‘আজ নারীরা যুদ্ধক্ষেত্রেও যুদ্ধ করছে। ধর্মীয় কুসংস্কারের বেড়াজাল ভেঙে নারী সমাজের যে সাহসী পদচারণা শুরু হয়েছে, তার সূচনা করেছিলেন শহীদ জিয়া।’
এর আগে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সমাবেশের উদ্বোধন করেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস।
অনুষ্ঠান পরিচালনা করেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মুজাদ্দেদ আলী বাবু।
কেকে/ এমএ