বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, ‘স্বৈরাচারকে যদি রুখতে হয়, তাহলে আমাদের রাজনৈতিক মানসিকতা, রাজনৈতিক কালচারের মধ্যে পরিবর্তন করতে হবে। নিজের আমিত্ব থেকে বের হতে হবে।’শনিবার (২০ সেপ্টেম্বর) মৌলভীবাজার পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে তিনি এসব কথা বলেন।
মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে অনুষ্ঠানে জাহিদ হোসেন আরও বলেন, ‘পৃথিবীর গণতান্ত্রিক দেশ বহু আছে, যেমন গ্রেট বৃটেন। সেদেশে কি পিআরের প্রাকটিস হয়? ইন্ডিয়ায় শুধু দক্ষিণ ইন্ডিয়ায় বহু প্রদেশ আছে- এর মধ্যে মাত্র তিনটি প্রদেশে পিআর প্রাকটিস করে। তাও নিম্ন কক্ষে করে না। ভারত একটি বৃহত্তম গণতান্ত্রিক দেশে তারা তো করে না? তাই আজকে যারা পিআর পদ্ধতি চান, খুব ভালো কথা। তাহলে জনগণের কাছে যান, জনগণকে বোঝান। জনগণ যদি মেনে নেয় আলহামদুলিল্লাহ। জনগণ যেটি রায় দিবে সবাই মেনে নিবে। সেই অনুযায়ী হবে।’
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জিকে গউছ। বিশেষ অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান।
জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন জাতীয় ও দলীয় পতাকা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন।
পৌর বিএনপির দ্বি বার্ষিক কাউন্সিলে মো. অলিউর রহমান সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মনোয়ার আহমদ রহমান নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে মো. অলিউর রহমান পেয়েছেন ৪২৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী আনিসুজ্জামান বায়েস পেয়েছেন ১৭৭ ভোট। সাধারণ সম্পাদক পদে মনোয়ার আহমদ রহমান পেয়েছেন ৩৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী সালাম আহমেদ জিতু পেয়েছেন ২৪৫ ভোট। সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সারওয়ার মজুমদার ইমন। তার প্রাপ্ত ভোট ৫৫২ ভোট। তার নিকট তম প্রতিদ্বন্ধী রুনু আহমদ পেয়েছেন ৪৬ ভোট। সিনিয়র যুগ্ম সম্পাদক পদে মো. কামাল আহমদ ২৮৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধী আমিনুর রশীদ পান ১৩৭ ভোট৷ সাংগঠনিক সম্পাদক পদে রেজাউল করিম রেজা ২১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী মোস্তাফিজুর রহমান শাহীন পেয়েছেন ১০১ ভোট।
শনিবার রাত ৮টার দিকে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. ফখরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জিকে গউছ, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এম নাসের রহমান, জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, নির্বাচন কমিশনার মুজিবুর রহমান মজনু, আবুল কালাম বেলাল।
মো. ফখরুল ইসলাম জানান, কাউন্সিলে মোট ভোটার ছিলেন ৬৩৯ জন। এর মধ্যে উৎসবমুখর পরিবেশে ৬০৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের পছন্দের নেতৃত্ব নির্বাচিত করেন।
সম্মেলনে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ভিপি মিজানুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত।