ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলায় আফজাল হোসেন (৫৮) নামের ওয়ার্ড সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় তার নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান।
আফজাল হোসেন আশুলিয়ার জিরাবো কুন্ডলবাগ এলাকার মৃত জমির আলীর ছেলে। তিনি গত বছরের ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন।
পুলিশ জানায়, আশুলিয়ার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমাতে ছাত্র-জনতার ওপর হামলা চালায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের লোকজন। এ ঘটনায় প্রায় অর্ধশতাধিক ছাত্র-জনতা নিহত হন। আহত হন প্রায় দুই শতাধিক। গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার সরকারের পতন হলে পরবর্তী মামলা দায়ের করেন নিহত ও আহতের পরিবার। সেই মামলার এজাহারভুক্ত আসামি আফজাল হোসেন দীর্ঘদিন ধরেই পলাতক ছিল। শুক্রবার এলাকায় তাকে দেখা যাচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
আব্দুল হান্নান বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতের স্বজনের দায়ের করা মামলায় আফজাল হোসেন নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে সকালে আদালতে পাঠানো হয়েছে।’
কেকে/ এমএ