গাজীপুরের শ্রীপুরে মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রচারের প্রতিবাদে এলাকাবাসীর উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকালে শ্রীপুর উপজেলার নারায়ণপুর মধ্যপাড়া ঈদগাহ মাঠে ক্ষতিগ্রস্ত সরকারবাড়ির পরিবারের পক্ষ থেকে গোসিংঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য আসাদুজ্জামান সবুজ লিখিত বক্তব্য পাঠ করেন।
তিনি অভিযোগ করেন, আনোয়ার হোসেন, কামরুজ্জামান পারুল ও মোতাহার মাস্টার সংবাদে যে সাক্ষাৎকার দিয়েছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর। জমি সংক্রান্ত বিষয়ে প্রতিপক্ষ আদালতকে বিভ্রান্ত করে জালিয়াতির মাধ্যমে একতরফা রায় নিয়ে জমি দখল করেছে বলে দাবি করেন তিনি। বর্তমানে বিষয়টি আদালতে মিস আপিল হিসেবে বিচারাধীন রয়েছে বলেও উল্লেখ করেন আসাদুজ্জামান সবুজ।
তিনি আরো বলেন, মামলার রায় পরিবর্তনের আশঙ্কায় প্রতিপক্ষ আতঙ্কিত হয়ে সামাজিক মাধ্যমে, চায়ের দোকানে ও ইলেকট্রনিক মিডিয়ায় অপপ্রচার চালাচ্ছে। তাদের বিরুদ্ধে পিবিআইতে তদন্তাধীন একটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।
সংবাদ সম্মেলনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে তিনি বলেন, “মিথ্যা হয়রানি ও নিরাপত্তাহীনতা থেকে রক্ষার জন্য আমরা প্রশাসনের সহযোগিতা চাই।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— আসাদুজ্জামান সবুজ (সদস্য, ৫নং ওয়ার্ড, গোসিংঙ্গা ইউনিয়ন), ফরিদ সরকার, তাজউদ্দিন মাস্টার, আশরাফুল আলম, সাবেক ব্যাংক কর্মকর্তা সোলায়মান, নুরুল হক, আব্দুস সামাদ, বাহাউদ্দীন, মিলন, হালিম, সোহরাব, বিল্লাল হোসেন, শাহজাহান, চাঁন মিয়া, আজগর মোল্লা ও কাসেম।
কেকে/এআর