সোনারগাঁয়ে গ্যাস লিকেজে মা-বাবার পর দগ্ধ ১৪ বছরের মুন্নির মৃত্যু
মো. মীমরাজ হোসেন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)
প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ২:৫২ পিএম

ছবি: প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুনে দগ্ধ হওয়া ১৪ বছর বয়সী মুন্নি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
তার মৃত্যু ঘটে সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে।
চিকিৎসক শাওন বিন রহমান নিশ্চিত করেছেন, মুন্নি রাত ৯টা ৪৫ মিনিটে মৃত্যুবরণ করেছেন। তার শরীরের প্রায় ২৮ শতাংশ পুড়ে গিয়েছিল।
উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর ভোরে গ্যাস লাইনের লিকেজ থেকে মুন্নিসহ তার পরিবারের পাঁচ সদস্য দগ্ধ হন। ঘটনার পর তাদের সবাইকে জরুরি ভিত্তিতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। ৭ সেপ্টেম্বর মুন্নির বাবা মানব চৌধুরী এবং ৮ সেপ্টেম্বর তার মা বাচা চৌধুরী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বর্তমানে মুন্নির দুই বোন তিন্নি ও মৌরি চিকিৎসাধীন রয়েছেন।
কেকে/এআর