নারায়ণগঞ্জের বন্দরে প্রায় শতবছর পুরনো ঢাকেশ্বরী দেব মন্দির পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা।
সোমবার (১৫ সেপ্টেম্বর) আসন্ন শারদীয় দুর্গাপূজার প্রস্তুতির খোঁজখবর নিতে মন্দির পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি প্রতিমা তৈরির বিষয়ে খোঁজখবর নেন এবং যেকোনো প্রতিবন্ধকতা দূরীকরণে সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
জেলা প্রশাসক পূজামন্ডপ ও মন্দিরের সার্বিক নিরাপত্তায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। একইসঙ্গে পূজা কমিটিকে দর্শণার্থীরা যেন সুন্দর ও সুশৃঙ্খলভাবে পূজা উপভোগ করতে পারে সে ব্যাপারে দিক-নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কেকে/এজে