দাউদকান্দিতে চুন কারখানায় অবৈধ গ্যাস সংযোগ রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্যাস সংযোগ বিচ্ছিন্নসহ ৮জনকে আটক করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কম্পানি লি.।
রোববার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টায় অভিযানে তাদের আটক করা হয়।
সূত্রে জানা যায়, বাখরাবাদ গ্যাস কম্পানীর দাউদকান্দির গৌরীপুর কার্যালয় জানতে পারে উপজেলার আমিরাবাদ বাস স্ট্যান্ড হতে আনুমানিক ১০০ গজ পশ্চিমে রাজিব এর গ্যারেজ সংলগ্ন চুন কারখানায় অবৈধ সংযোগ রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে পরিচালনাকালে দেখা যায়, উক্ত স্থানের পাশে স্থাপিত বিজিডিসিএল এর ৪” বিতরণ লাইন হতে অবৈধভাবে দুইটি সার্ভিস-টি স্থাপন করে আনুমানিক ৮০ ফুট দূরে একটি চুন কারখানায় অবৈধভাবে গ্যাস সংযোগ গ্রহণ করে চুন উৎপাদন কাজ চলমান রয়েছে।
অভিযান পরিচালনাকরে অবৈধ চুন কারখানায় কর্মরত ৮ জন কর্মীকে আটক করে এবং পরবর্তীতে দাউদকান্দি থানায় পুলিশি হেফাজতে হস্তান্তর করা হয়। গেল প্রায় ১ মাস ধরে অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে চুন উৎপাদন করে আসছে চক্রটি।
এসময় অবৈধ সংযোগের কাজে ব্যবহৃত ২টি উচ্চ চাপ সহ্য ক্ষমতার হুস পাইপ এবং সংযোগকৃত মোট ১৩টি ফোকাস বার্নার, ভাল্ব ও সার্ভিস-টি দুটি জব্দ করাসহ সোর্স লাইন কর্তন করে অবৈধ গ্যাস সংযোগটি স্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয়।
এই ঘটনায় জমির মালিক কামাল উদ্দিন, সালাহ উদ্দীন রিপন, বোরহান উদ্দিন, নাসির উদ্দীন ও ১২ জনসহ অজ্ঞাতনামা ৪/৫ জনকে অভিযুক্ত করে দাউদকান্দি থানায় একটি এজাহার দায়ের করা হয়।
কেকে/এআর