কক্সবাজারের চকরিয়ায় উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যৌথ উদ্যোগে বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়েছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) বিকালে চকরিয়া পৌরশহর ও জিদ্দাবাজার এলাকায় পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব।
অভিযানে সরকারি হাসপাতাল সড়ক থেকে মো. রফিকুল ইসলাম (৩৫) নামক এক দালালকে আটক করে সংশ্লিষ্ট ধারায় ১ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও এভারগ্রীন হাসপাতালসহ ৬ ডায়গনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ৮২ হাজার টাকা জরিমানা করা হয়।
রূপায়ন দেব বলেন, ‘চকরিয়া উপজেলার বিভিন্ন জায়গায় বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে সেবা গ্রহীতারা নানা ধরণের অনিয়ম, অপরিস্কার-অপরিচ্ছন্ন, অব্যবস্থাপনা বিষয়ে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের অভিযোগ করেছেন। অভিযোগের প্রেক্ষিতে পৌরশহরসহ নানা জায়গায় অভিযান চালানো হয়।’
তিনি আরও বলেন, ‘অভিযানের সময় সরকারি হাসপাতাল সড়ক থেকে মো. রফিকুল ইসলাম নামে এক দালালকে আটক করে দন্ডবিধি ১৮৬০’-এর ২৯১ ধারা অনুযায়ী ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়। লাইসেন্স না থাকা, অপরিষ্কার পরিবেশ ও অব্যবস্থাপনার জন্য জিদ্দা বাজার এলাকায় বেসরকারি এভারগ্রীন হাসপাতালকে ৫০ হাজার টাকা, ল্যাব হাউজ প্যাথলজিকে ১০ হাজার টাকা, হিলসাইড প্যাথলজি ল্যাবকে ১০ হাজার টাকা, হাসান ডেন্টাল কেয়ারকে ৫ হাজার, মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে এলকে ফার্মেসিকে ৫ হাজার ও হুমায়ুন ফার্মেসিকে ২ হাজার টাকাসহ মোট ৮২ টাকা অর্থদণ্ড দেওয়া হয়৷’
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. সুজন ত্রিপুরা, স্যানিটারি পরিদর্শক আরিফুল ইসলাম।
চকরিয়া থানা পুলিশ অভিযানে সহায়তা করে।
কেকে/ এমএ