নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৈত্রিক জমিতে জবর দখল করে রাখেন দুই চাচা ছাত্তার মিয়া ও প্যারা মিয়া। জমি দাবি করায় প্রতিনিয়ত দেশীয় অস্ত্রের মহড়া ও বাড়ি ছাড়াসহ প্রাণনাশের হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন ভুক্তভোগী পরিবার।
এর প্রতিবাদে রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পূর্বাচলের ৫নং সেক্টরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেন বাদী ও তার পরিবার। উপস্থিত ছিলেন খাস দাউদপুর গ্রামের বাসিন্দা মৃত নুরুল ইসলাম নুরুর স্ত্রী মমতাজ বেগম, মামলার বাদী ও নুরু মিয়ার ছেলে এনামুল হক, সানাউল্লাহ, রেজাউল করিম, হাবিবুর রহমান।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, খাস দাউদপুর বড় বাড়ির বাসিন্দা নুরু মিয়ার নামে এসএ, আরএস রেকর্ড ও ক্রয় দলিলসূত্রে মালিকানাধীন জমিতে নুরু মিয়ার চাচাতো ভাই ছাত্তার ও প্যারা মিয়া জোর করে সাড়ে ৯ শতক জমি দখল করে রাখে। জমি ফেরত চাইলে সাবেক এমপি গোলাম দস্তগীর গাজীর প্রভাব খাটিয়ে প্রাণনাশের হুমকি দিতো, মারধর করতো। এ ঘটনায় রূপগঞ্জ থানায় জিডি পরে তা মামলায় রূপান্তরিত হয়। চাচারা হুমকি দেয়, মামলা না তুললে মেরে বস্তায় ভরে শীতলক্ষ্যায় ভাসিয়ে দিবে। এতে চরম নিরাপত্তাহীনতায় রয়েছি। জমি ফেরত চাই, জীবনের নিরাপত্তা চাই।
মমতাজ বেগম বলেন, আমার স্বামীর জমিতে ৬০ বছর ধরে বাস করতেছি। এখন নিজের জমিতে আমার সন্তানদের যেতে দিচ্ছে না। রাস্তায় ফেলে কুপিয়ে হত্যার হুমকি দিচ্ছে। আমি নিরাপত্তা চাই।
কেকে/বি