নীলফামারী জেলায় নদী থেকে সৌদা বালা (৬৫) নামের এক মহিলার লাশ উদ্ধার হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা সদরের সংগলশী ইউনিয়নের সুবর্ণখুলি বারুনীরডাঙ্গা গ্রামের খড়খড়িয়া নদী থেকে ওই লাশ উদ্ধার হয়।
সৌদা বালা একই গ্রামের বিনাই চন্দ্র রায়ের স্ত্রী।
স্থানীয়রা জানায়, সৌদা বালা গত দুই দিন ধরে নিখোঁজ থাকায় পরিবারের লোকজন তাকে বিভিন্ন স্থানে খুঁজতে থাকেন। শনিবার দুপুর ১২টার দিকে নদীতে লাশ ভাসতে দেখে গ্রামবাসী তার পরিবার ও পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, খবর পেয়ে লাশ উদ্ধার করে আইনী প্রক্রিয়ার জন্য থানায় আনা হয়েছে।
পরিবারের লোকজন দাবি করেছেন, সৌদা বালা একজন মৃগী রোগী। তার দুই মেয়ে ও এক ছেলের মধ্যে গত দুই বছর আগে একই রোগে পানিতে ডুবে ছেলে মারা গেছে।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমআর সাঈদ বলেন, ‘আইনী প্রক্রিয়া চলছে। প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।’
কেকে/ এমএ