বান্দরবানে শারদীয়া দুর্গোৎসব সফলভাবে উদযাপনে লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আসন্ন দুর্গাপূজা সুন্দরভাবে সম্পন্ন করার বিষয়ে সকলের মতামত নেওয়া হয়।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গা মন্দিরের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
শ্রী শ্রী সার্বজনীন কেন্দ্রীয় দুর্গোৎসব উদযাপন পরিষদ ২৫’-এর আয়োজনে সভায় শ্রী শ্রী সার্বজনীন কেন্দ্রীয় দুর্গোৎসব উদযাপন পরিষদ ২৫’-এর সভাপতি রাজেশ্বর দাশ বিপ্লব, সাধারণ সম্পাদক সবুজ দত্ত বাচ্চু, অর্থ সম্পাদক সুমন দাশ, সাংগঠনিক সম্পাদক রাজেশ দাশ, তথ্য প্রচার ও প্রকাশনা সম্পাদক এস বাসু দাশ, দপ্তর সম্পাদক কিশোর দাশ, কেন্দ্রীয় মন্দিরের আহ্বায়ক কমিটির সদস্য সচিব আনন্দ দাশ ছিলেন।
সভায় কমিটিসহ সকলকে এই বৃহৎ আয়োজনে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান রাজেশ্বর দাশ বিপ্লব।
সভায় সবুজ দত্ত বাচ্চু জানান, আগামী ২৭ সেপ্টেম্বর শারদীয়া দুর্গোৎসবে দেবীর বোধন অনুষ্ঠিত হবে। ২৮ সেপ্টেম্বর দুর্গা দেবীর আমন্ত্রণ ও অধিবাস। সন্ধ্যা ৬টায় উদ্বোধন, মঙ্গল প্রদীপ প্রজ্জলন ও দেবীর মুখোন্মোচন। এ সময় বান্দরবান রাজারমাঠে উৎসব অঙ্গনে প্রধান অতিথি থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। বিশেষ অতিথি হিসেবে ব্রিগেড কমান্ডার, জেলা পরিষতের চেয়ারম্যান, জেলা প্রশাসক, পুলিশ সুপার উপস্থিত থাকার কথা রয়েছে।
তিনি আরও জানান, আগামী ২৯ সেপ্টেম্বর মহাসপ্তমী, ৩০ সেপ্টেম্বর মহাঅষ্টমী, ১ অক্টোবর মহানবমী ও ২ অক্টোবর বিজয়া দশমী অনুষ্ঠিত হবে। দশমী পূজা শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে সাঙ্গু নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এবারের শারদীয়া দুর্গোৎসব শেষ হবে।
কেকে/ এমএ