গাজীপুরে মামা হত্যার আসামি ভাগিনা আখাউড়ায় গ্রেফতার
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ৬:০৩ পিএম

ছবি: প্রতিনিধি
গাজীপুরের জয়দেবপুরে মামাকে হত্যা করে পালানোর সময় আখাউড়ায় রেলওয়ে পুলিশের হাতে গেফতার হয়েছে ঘাতক খুনী ভাগিনা সৌরভ হাসান রুদ্র (২২)।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে আখাউড়া রেলওয়ে স্টেশনে মেইল ট্রেন হতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া সৌরভ হাসান রুদ্র গাজীপুর জেলার জয়দেবপুর উপজেলার ভবানিপুর পূর্বপাড়ার বাসিন্দা মো. রোকন মিয়ার ছেলে।
আখাউড়া রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে একই গ্রামের পশ্চিমপাড়ার বাসিন্দা মৃত আলী নেওয়াজের ছেলে আনিসুর রহমানকে (৩১) পারিবারিক কলহের জেরে তাদের রান্না ঘর হতে বটি দা দিয়ে এলোপাতাড়ি কোপিয়ে হত্যা করে এলাকা থেকে পালিয়ে যায় সৌরভ হাসান।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘গাজীপুরের জয়দেবপুর থানায় ৩০২ ধারায় দায়ের করা পেনাল কোডের (চাঞ্চল্যকর মামা হত্যা মামলার) মামলার পলাতক আসামি সৌরভ হাসান রুদ্র মেইল ট্রেন যোগে আখাউড়া রেলওয়ে স্টেশন এলাকায় আসছে- এমন সংবাদের ভিত্তিতে আখাউড়া রেলওয়ে থানার এএসআই শাহজালালের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে গ্রেফতার করে। পরবর্তী আইনী প্রক্রিয়া শেষে আসামিকে জয়দেবপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’
কেকে/এমএ