জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষকে শায়েস্তা করতে মিথ্যা মামলা দিয়ে হয়রানিসহ নির্যাতনের প্রতিবাদে জামালপুরের ইসলামপুরে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের ভেঙ্গুরা গ্রামে জিয়াউর রহমান জিয়া নামে এক ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলনটি করে।
সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, জমি সংক্রান্ত বিরোধে জের ধরে প্রতিপক্ষ আতাউর রহমান গংদের সাথে কোন মারামারির ঘটনা না ঘটলেও তাদের ওপর মিথ্যা অভিযোগে মামলা দায়ের করে নানাভাবে হয়রানি করছে আতাউর রহমান আগা ও তার সঙ্গীয়রা।
এতে আরও বলা হয়, সম্প্রতি তারা আমাদের পরিবারের ওপর হামলা চালায়। ওই হামলার ঘটনায় অন্তঃসত্ত্বা ছোট বোন শিলাকে প্রথমে লোহার রড ও পরে পেটে লাথি মেরে রক্তপাত ঘটায়। যার কারণে তার গর্ভপাত ঘটে। এই ঘটনার পরেও আমাদের পরিবারের লোকজনদের ওপর মিথ্যা মামলা দিয়ে তার বড় ভাই সাইফুল ইসলাম, মিজান ও এরশাদকে জেলহাজতে পাঠিয়েছে।
এ সময় ভুক্তভোগীরা সঠিক ঘটনা প্রকাশ, প্রশাসনের নিকট এসব ঘটনার ন্যায় বিচার এবং মামলা ও হামলার ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানান। পাশাপাশি সুষ্ঠু তদন্তের দাবি জানান।
কেকে/ আরআই