জামালপুর ডায়াবেটিস জেনারেল হাসপাতালে চিকিৎসকের অবহেলায় নসিয়া বেগম (৭০) নামে নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে।
গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকালে পায়ে ফোঁড়া নিয়ে হাসপাতালে ভর্তি হন ওই নারী। ওই দিনই তার অপারেশন করেন ডা. হাসানুল বারী শিশির।
নসিয়া বেগম জেলার দেওয়ানগঞ্জ উপজেলার দিঘলকান্দি গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমানের স্ত্রী।
রোগীর স্বজনরা জানান, নসিয়া বেগম ডায়াবেটিসের রোগে আক্রান্ত ছিলেন। অপারেশনের সময় তার শরীরে সুগারের মাত্রা ছিল ২০.৩০। অপারেশনের পর নসিয়া বেগমের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে এবং শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে তার মৃত্যু হয়।
চিকিৎসকের অবহেলা ও হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির কারণে নসিয়া বেগমের মৃত্যুর সাথে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন তার স্বজনরা।
তবে অপারেশনে কোন ত্রুটি ছিলনা বলে জানিয়েছেন হাসানুল বারী শিশির।
জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়সাল আতিক বলেন, ‘এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি। যদি কেউ অভিযোগদেয় তাহলে প্রযোজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।’
কেকে/ এমএ