মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা ইসলামী যুব মজলিসের কমিটি পুনর্গঠন উপলক্ষে দ্বি-বার্ষিক কাউন্সিল ও যুব সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকালে শহরের একটি মিলনায়তনে অনুষ্ঠিত কাউন্সিলে কমিটি পুনর্গঠন কার্যক্রম পরিচালনা করেন ইসলামী যুব মজলিসের মৌলভীবাজার জেলা সভাপতি মো. এহসানুল হক।
কাউন্সিলে ২০২৫-২৬ সাংগঠনিক সেশনের জন্য মুস্তাকিম আল মুন্তাজকে শ্রীমঙ্গল উপজেলা সভাপতি ও সাদিকুর রহমানকে সেক্রেটারি করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। উপজেলা কমিটির সহ-সভাপতি হলেন শামছুল ইসলাম, সহসধারণ সম্পাদক রবিউল ইসলাম আল আমিন, সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম জুয়েল, সহ-সাংগঠনিক সম্পাদক মাহমদুল হাসান নাঈম, অর্থ সম্পাদক হাবিবুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক ফাহিম রব্বানি, প্রচার সম্পাদক জুনাইদ আহমদ জুনেদ, প্রকাশনা সম্পাদক আব্দুর রাজ্জাক, অফিস সম্পাদক আব্দুল হাকিম।
এছাড়া নির্বাহী সদস্যরা হলেন শেখ সাদি ও রুহুল আমিন রুবেল।
নতুন নির্বাচিত উপজেলা সভাপতি ও সাধারণ সম্পাদককে শপথবাক্য পাঠ করান মো. এহসানুল হক।
কাউন্সিলে বিশেষ অতিথি ছিলেন খেলাফত মজলিসের শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মাওলানা আয়েত আলী, উপজেলা সেক্রেটারি মাওলানা কাজী শিহাব উদ্দিন, জেলা যুব মজলিসের সহ-সাধারণ সম্পাদক সিহাব উদ্দিন, ইসলামী ছাত্র মজলিসের মৌলভীবাজার জেলা সেক্রেটারি আবিদ হাসান, খেলাফত মজলিসের উপজেলা সহ-সেক্রেটারি মাওলানা দিলওয়ার হোসাইন, জেলা যুব মজলিসের প্রকাশনা সম্পাদক খালিদ সাইফুল্লাহ প্রমুখ।
মুস্তাকিম আল মুন্তাজের সভাপতিত্বে ও সেক্রেটারি সাদিকুর রহমানের সঞ্চালনায় কাউন্সিলে উপস্থিত ছিলেন মজলিসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
কেকে/ এমএ