ডাকসুর সাবেক সদস্য ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক শ্রম বিষয়ক সম্পাদক রশিদ আহমেদ হোসাইনী বলেছেন, ‘যাদের মাঠে কোনো জনসমর্থন ও অস্তিত্ব নেই, তারাই পিআর পদ্ধতির নির্বাচন চায়। অনেক ষড়যন্ত্র আসবে, অতীতেও জনগণ মেনে নেয়নি, এবারও মেনে নিবে না। আগামীর বাংলাদেশ কিভাবে চলবে, তা তারেক রহমানের ৩১দফা সংস্কার প্রস্তারের মধ্যেই আছে; যা বাস্তবায়নের জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়ে প্রমাণ করবে।’
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকালে কুমিল্লার লাকসামের মোদাফ্ফগঞ্জ আনছারিয়া ফাউন্ডেশন মাঠে আয়োজিত ‘জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার ৩১ দফা বাস্তবায়নে: বর্তমান প্রেক্ষাপট ও আমাদের করণীয়’ শীর্ষক সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে সমাবেশে ড. হোসাইনী আরও বলেন, ‘গত ১৮ বছর ধরে বিএনপিকে বিভক্ত করার জন্য দেশীয় ও আন্তর্জাতিকভাবে বহু ষড়যন্ত্র হয়েছে। কিন্তু কোনোটিই সফল হয়নি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী যারা, তারা কখনো চাঁদাবাজি করতে পারে না।’
বিএনপির নামে চাঁদাবাজির অভিযোগকে তিনি একটি অপপ্রচার হিসেবে আখ্যায়িত করেন।
লাকসাম উপজেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক খোরশেদ আলম খসরুর সভাপতিত্ব সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির নেতা একেএম আতিকুর রহমান লিটন, ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর হোসেন শিপন, কামাল হোসেন, এআরএম গোলাম আজম, মনোহরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. আলাউদ্দিন, লাকসাম উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি সাইদুল ইসলাম সাঈদ, সাবেক সাধারণ সম্পাদক মাইন উদ্দিন সাকিব, নওয়াব ফয়েজুন্নেছা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস মজুমদার, সাবেক সিনিয়র সহ-সভাপতি নাছির উদ্দিন সোহেল।
সমাবেশে লাকসাম ও মনোহরগঞ্জের বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কেকে/ এমএ