গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশিল্প শ্রমিকরা।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে গাজীপুর মহানগরীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করে শিন ইউয়েন গার্মেন্সের দুই শতাধিক শ্রমিক।
বুধবার (১০ সেপ্টেম্বর) বেতন পরিশোধ করার কথা ছিল, মালিকপক্ষ না দেওয়ায় সকালে দুই শতাধিক শ্রমিক সড়ক অবরোধ করে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়, ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
দ্রুততম সময়ের মধ্যে বেতন পরিশোধ করতে হবে। অন্যথায় আবারো আন্দোলনের হুঁশিয়ারি দেন।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক ফারুকুল আলম জানান, সকাল ৮টার দিকে শ্রমিকরা অবরোধ তুলে কারখানায় ফিরে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন খান বলেন, “ঘটনার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।”
এ বিষয়ে কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করে কথা বলা সম্ভব হয়নি।
কেকে/বি