কেরানীগঞ্জে বিদেশী রিভলবারসহ ২ যুবক গ্রেফতার
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ৯:২৩ পিএম

ছবি: প্রতিনিধি
ঢাকার কেরানীগঞ্জে বিদেশী রিভলবারসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) মধ্যরাতে শাক্তা ইউনিয়নের হিজলা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হল পলাশ গাজী (৩০) শাক্তা ও সাব্বির (২২)। তারা নগরের বাসিন্দা।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিকালে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল হক ডাবলু।
তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে হিজলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশী রিভলবার ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয় ‘
এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
কেকে/ এমএ