সুন্দর ও সুষ্ঠু চাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ২০২৫’-এর প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মনির উদ্দিন।
তিনি বলেছেন, ‘এক্ষেত্রে সকলের ঐকান্তিক সহযোগিতা প্রয়োজন। সম্প্রতি চবির শিক্ষার্থী ও স্থানীয় গ্রামবাসীর সঙ্গে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। সে পরিস্থিতি ক্রমেই উন্নতি হচ্ছে। বর্তমানে সবকিছু স্বাভাবিকভাবে চলছে। আশা করছি, নির্বাচন ঘনিয়ে আসতে আসতে সবকিছু আরও স্বাভাবিক হয়ে উঠবে এবং আমাদের আহত শিক্ষার্থীরাও এরমধ্যে সুস্থ হয়ে উঠবে।’
চাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫’-এর জন্য ইতোমধ্যে প্রণীত খসড়া নির্বাচনী আচরণবিধি নিয়ে নির্বাচন কমিশনের আয়োজনে সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মনির উদ্দিন এসব কথা বলেন।
বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে চাকসু ভবনে নির্বাচন কমিশনারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন চাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫’-এর নির্বাচন কমিশনার ও সদস্য সচিব প্রফেসর ড. একেএম আরিফুল হক সিদ্দিকী, নির্বাচন কমিশনার প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী, প্রফেসর ড. মু. জাফর উল্লাহ তালুকদার, প্রফেসর ড. বেগম ইসমত আরা হক, প্রফেসর ড. আমির মুহাম্মদ নসরুল্লাহ, ড. মো. আনোয়ার হোসেন, প্রফেসর মমতাজ উদ্দিন আহমদ ও প্রফেসর মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী, চবির তথ্য ও ফটোগ্রাফি শাখার প্রশাসক ড. শহীদুল হক উপস্থিত ছিলেন।
একেএম আরিফুল সিদ্দিকীর সঞ্চালনায় সভায় প্রণীত খসড়া আচরণবিধি পড়েন নির্বাচন কমিশনার প্রফেসর ড. আমির মুহাম্মদ নসরুল্লাহ।
মোহাম্মদ তৈয়ব চৌধুরী বলেন, ‘আমরা একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন দিতে বদ্ধপরিকর। প্রশাসন আমাদের সর্বোচ্চ সহযোগিতা করছে। ডাকসু নির্বাচনে আমাদের ৩জন পর্যবেক্ষক ছিল। জাকসু ও রাকসু নির্বাচনেও আমাদের পর্যবেক্ষক থাকবে। পর্যবেক্ষক টিমের অভিজ্ঞতা ও পরামর্শ আমরা চাকসু নির্বাচন আয়োজনে কাজে লাগাব।’
কেকে/এমএ