গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় বিদ্যুৎপৃষ্ট হয়ে পৌরসভার ইলেক্ট্রিসিয়ানের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সড়ক বাতি লাগানোর কাজ করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ট হোন তিনি।
নিহত নাঈম শেখ (২৮) শ্রীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের উজিলাব গ্রামের রফিকুল ইসলামের পুত্র। তিনি শ্রীপুর পৌরসভায় ইলেক্ট্রিসিয়ান হিসেবে চুক্তিভিত্তিক কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী তারেক মিয়া বলেন, ‘কাঁধে একটি পাইপ নিয়ে বাতি লাগাতে উঠে নাঈম। অসাবধানতাবশত পাইপটি উপরে ৩৩ কেভি লাইনে স্পর্শ করে। সাথে সাথেই বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়ে। ওই সময় সে চিৎকার করে বলেন মাসুদ ভাই বাঁচান। ২-৩ মিনিট ঝুলে ছিলো, তারপর সব শেষ।’
পৌরসভার বিদ্যুৎ বিভাগের প্রকৌশলী মিজানুর রহমান বলেন, ‘সব সেফটির ব্যবস্থা করে বাতি লাগাতে পাঠানো হয়েছিলো। বাতি লাগানোর সময় দুর্ঘটনাটা ঘটার সম্ভাবনা নাই বললেই চলে। কিভাবে কি হলো বলতে পারছি না।’
এ বিষয়ে পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব আহমেদ বলেন, ‘দুর্ঘটনার ঘটনাটি মর্মান্তিক। এটা দুঃখজনক। ছেলেটি খুবই কর্মঠ ছিল।’
কেকে/ এমএ