রাজধানীর কদমতলী থেকে ১২টি তাজা ককটেল বোমাসহ নাশকতা চেষ্টার অভিযোগে নাজমুল হাসান (সুজন খানকে) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে কদমতলী এলাকার রসুলবাগ থেকে তাকে গ্রেফতার করা হয়।
নাজমুল ফরিদপুর জেলার সালথা থানাধীন আটঘর এলাকার আব্দুর রশিদের ছেলে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, গ্রেফতারকৃতের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের পক্ষে ঢাকাসহ আশেপাশের বিভিন্ন জায়গায় মিছিল করার পরিকল্পনা, বাস্তবায়ন ও জনবল সরবরাহের অভিযোগ রয়েছে।
তিনি আরও জানান, রাজধানী ও আশপাশের জেলাগুলোতে নাশকতার পরিকল্পনা নিয়ে একটি চক্র নানা উপায়ে মাঠে নেমেছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রযুক্তির সহায়তায় এ অভিযান চালানো হয়।
কেকে/ আরআই