ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশা করেছেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক নূরে আলম ছিদ্দিকী।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ ঘোষণা দেন। এ সময় তিনি লিখিত বক্তব্য পাঠের পাশাপাশি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন।
নূরে আলম ছিদ্দিকী বলেন, ‘দল থেকে মনোনয়ন পেলে ধানের শীষ প্রতীকে নির্বাচন করব এবং জনগণের পাশে থেকে বিএনপির বিজয় নিশ্চিত করতে কাজ করব। জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শে দেশ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আজীবন কাজ করে যাব।’
তিনি ব্রাহ্মণবাড়িয়াকে একটি আধুনিক জেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, ‘শিক্ষা, কৃষি, শিল্প, গ্যাস, নদীবন্দর ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নিরলসভাবে কাজ করব।
নূরে আলম আশ্বাস দেন, নির্বাচিত হলে ব্রাহ্মণবাড়িয়ায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন, উন্নত রেল যোগাযোগ ব্যবস্থা নিশ্চিতকরণ এবং নতুন সড়ক নির্মাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন।
তিনি অতীতে ছাত্ররাজনীতি থেকে শুরু করে উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ বিএনপির বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব পালনের মাধ্যমে তিনি জনগণের পাশে ছিলেন এবং ভবিষ্যতেও জনগণের আস্থা রক্ষায় কাজ করে যাবেন।
‘তারেক রহমান ঘোষিত “হয় পদ, না হয় এমপি” নীতির প্রতি শ্রদ্ধাশীল থেকে তিনি বিশ্বাস করেন- বিএনপি মনোনয়ন বোর্ড তার জনসম্পৃক্ততা ও দীর্ঘদিনের দলীয় কর্মকাণ্ড মূল্যায়ন করে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে ধানের শীষের যোগ্য প্রার্থী হিসেবে মনোনয়ন দেবে।
কেকে/ এমএ