লাইসেন্স বিহীন ব্যবসায় পরিচালনা, পণ্যের উৎপাদন তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখসহ অন্যান্য প্রয়োজনীয় তথ্যবিহীন শিশু খাদ্য (চিপস, জুস, লজেন্স) বাজারজাত ও বিক্রয় করার অপরাধে ৩ দোকানিকে জরিমানা করা হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) মেহেরপুর বড় বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এ পদক্ষেপ এ জরিমানা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেহেরপুরের সহকারি পরিচালক মামুনুল হাসান।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯’-এর ৩৭, ৪৫, ৫২ ধারা অনুসারে মিলন স্টোরকে ১০ হাজার টাকা, মেসার্স ইসরাইল এন্টারপ্রাইজকে ১৫ হাজার টাকা ও গাজী হোম ডেলিভারিকে ১০ হাজার টাকাসহ মোট ৩৫ হাজার জরিমানা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর তারিকুল ইসলাম।
জেলা পুলিশের একটি টিম অভিযানে সহায়তা করে।
কেকে/ এমএ