মুন্সিগঞ্জে নবনিযুক্ত সিনিয়র জেলা ও দায়রা জজ ফারুক আহমেদ ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাব্বির মাহমুদ চৌধুরীকে সংবর্ধনা দিয়েছেন জেলা আইনজীবী সমিতির সদস্যরা।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে আইনজীবী সমিতির হলরুমে তাদেরকে এ সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানের প্রথমে নবনিযুক্ত বিচারকদের ফুলেল শুভেচ্ছা জানান সমিতির কার্যকরী পরিষদের সদস্যরা। অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. জাকারিয়া মোল্লার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক খালেদা ইয়াসমিন উর্মি, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক ড. মো. আলমগীর, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান।
আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. পারভেজ আলমের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন, জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌশলী (জিপি) অ্যাডভোকেট মো. তোতা মিয়া ও পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. হালিম হোসেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর হোসেন ঢালী, সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মুজিবুর রহমান, অ্যাডভোকেট নাসিরুজ্জামান খান।
আরো বক্তব্য রাখেন, সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ মাসুদ আলম, অ্যাডভোকেট মোহাম্মদ আমানউল্লাহ প্রধান শাহীন, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম পল্টু, অ্যাডভোকেট আলমগীর কবির প্রমুখ।
আইনজীবী সমিতির নিয়মিত সদস্য অ্যাডভোকেট সুমন মিয়া সরদারের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, ব্যারিস্টার হাসান সাঈদ রছি, অ্যাডভোকেট হান্নান মিয়া জুয়েল, অ্যাডভোকেট খান আতাউর রহমান হিরু।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হাফিজুর রহমান, অ্যাডভোকেট নূর হোসেন, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট হুমাউন কবির মিজি শাহীন, অ্যাডভোকেট গোলাম মাওলা তপনসহ আদালতের অন্যান্য বিচারকরা ও আইনজীবীরা।
জানা গেছে, গেল ২৫ আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩ এর উপসচিব (প্রশাসন-১) এএফএম গোলজার রহমানের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিচারক ফারুক আহমেদ ও সাব্বির মাহমুদ চৌধুরীর বদলির আদেশ হলে তারা মুন্সিগঞ্জে বিচারকের দায়িত্ব শুরু করেন।
এর আগে বিচারক ফারুক আহমেদ ঢাকার নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব (জেলা ও দায়রা জজ) হিসেবে এবং বিচারক সাব্বির মাহমুদ চৌধুরী কুমিল্লা জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
কেকে/এজে