গাজীপুরে জুলাই মাসের বকেয়া বেতনের দাবিতে আলিফ ক্যাজুয়াল লিমিটিড কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত মহানগরীর বাসন সড়ক এলাকার কলম্বিয়া মোড়ে মহাসড়কে অবস্থান নিয়ে তারা এ বিক্ষোভ করেন।
নাম প্রকাশ না করার শর্তে বিক্ষোভকারী শ্রমিকরা বলেন, কারখানা কর্তৃপক্ষ আমাদের জুলাই মাসের বেতন পরিশোধ করেনি। সেপ্টেম্বর মাস চললেও আমরা আগস্ট মাসের বেতনও পাইনি। বাসাবাড়ীর মালিক এবং বাচ্চাদের স্কুলের বেতন ও প্রাইভেট টিচারদের বকেয়া বেতন দেই দিচ্ছি বলে তাদের কাছে সময় নিয়েছি। কিন্তু কারখানা কর্তৃপক্ষ আমাদেরকে বেতন না দেয়ায় আমরাও তাদেরকে বেতন দিতে পারছি না। এতে করে সবার সাথে প্রায়ই বেতন নিয়ে ঝগড়া হচ্ছে। দোকানে বকেয়া থাকায় তারা আমাদেরকে দৈনন্দিন বাজার দিতে অনীহা জানাচ্ছে এবং বাড়ীওয়ালারা বাসা ভাড়ার জন্য চাপ দিচ্ছে। পাওরাদারদেরকে কারখানা কর্তৃপক্ষের এসব তাল বাহানা বুঝানো যাচ্ছে না।
তারা আরো বলেন, কারখানার মালিকপক্ষ শ্রমিকদের জুলাই মাসের বেতন পরিশোধ না করে গত ২৮ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত আটদিন কারখানা সাধারণ ছুটি ঘোষণা করে। পরে ৬ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত দুইদিন আবার সাধারণ ছুটি ঘোষণা করে। সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে কারখানায় এসে শ্রমিকরা তাদের বকেয়া বেতনের জন্য কাজে যোগদান না করে মহাসড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন।
গাজীপুর শিল্প পুলিশ (বাসন জোন) ইন্সপেক্টর ফারুকুল আলম বলেন, সকাল পৌনে ৯টার দিকে শিল্প পুলিশ বিক্ষোভকারী শ্রমিকদের বুঝিয়ে তাদেরকে সরিয়ে দিলে মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে আলিফ ক্যাজুয়াল লিমিটিড কারখানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি।
কেকে/ আরআই