রাজবাড়ীর গোয়ালন্দে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর মামলায় গ্রেফতারকৃত ৬ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে গোয়ালন্দ ও কালুখালী আমলী আদালতের বিচারক তানজিম আহম্মেদ এ আদেশ দেন।
আসামী পক্ষের আইনজীবি ইমদাদুল হক বিশ্বাস বলেন, আসামীদের আদালতে তোলার পর জামিন প্রার্থনা করলে আদলতের বিচারক সবার জামিন নামঞ্জুর করে জেলা হাজতে প্রেরণের নির্দেশ দেন। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামী দিয়ে কাউকে হয়রানি না করতে প্রশাসনকে অনুরোধ জানান তিনি।
গ্রেফতারকৃতরা হলেন- রাজবাড়ী গোয়ালন্দের দেওয়ান পাড়ার আফজাল সরদারের ছেলে মো. শাফিন সরদার (১৯), মো. জহির উদ্দিনের ছেলে এনামুল হক জনি (৩২), ১ নং দিরাস্তুল্লাহ মৃধা পাড়ার মৃত আক্কাস মৃধার ছেলে উজানচর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মো. মাসুদ মৃধা (২৯), বালিয়াডাঙ্গার লাল মিয়া মৃধার ছেলে গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিরু মৃধা (৪০), কাজীপাড়ার কাজী আরিফের ছেলে মো. কাজী অপু (২৫) ও দেওয়ান পাড়ার মোকলেসুর রহমান মৃধা ছেলে হায়াত আলী মৃধা (২৯)।
এদিকে আদালত থেকে কারাগারে নেয়ার সময় আসামীরা নিজেদের নির্দোশ বলে দাবি করেন।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, ফুটেজ পর্যালোচনা করে শনিবার দিবাগত রাতে ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে গোয়ালন্দ থানার বিভিন্নস্থান থেকে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাংচুর মামলায় ৫ জন ও রবিবার দুপুরে একজন সহ মোট ৬ জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে এবং অভিযান অব্যাহত আছে। তবে এখন পর্যন্ত নুরাল পাগলের মাজার ভাংচুর, অগ্নিসংযোগ ও নিহতের ঘটনায় কোন মামলা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
এরআগে শুক্রবার দিবাগত রাতে গোয়ালন্দ ঘাট থানার এসআই মো. সেলিম মোল্লা বাদি হয়ে পুলিশের ওপর হামলা, সরকারী কাজে বাঁধা প্রদান ও সরকারী সম্পত্তি ধ্বংসের অভিযোগ এনে তিন থেকে সাড়ে তিন হাজার অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন।
থানা পুলিশ সূত্র জানায়, নুরাল পাগলের কবর উঁচু থেকে নিচু করাসহ বিভিন্ন দাবিতে শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর ইমান আকিদা রক্ষা কমিটির ব্যানারে পূর্ব ঘোষণা অনুযায়ী মুক্তিযোদ্ধা শহীদ ফকীর মহিউদ্দিন আনসার ক্লাবে বিক্ষোভ কর্মসূচীর ডাক দেয়। বিক্ষোভ শেষে বিক্ষুব্ধ জনতা দরবারের দিকে যেতে চাইলে স্থানীয় প্রশাসন ও থানা পুলিশ তাদের বাঁধা দেয়ার চেষ্টা করে। এ সময় বিক্ষুব্ধ জনতা গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসারের সরকারী গাড়ি, অতিরিক্ত পুলিশ সুপার ও গোয়ালন্দ ঘাট থানার ওসির গাড়ি ভাংচুর করে। সেই সাথে ৫পুলিশ সদস্য ও স্থানীয় প্রশাসনের ২জনকে পিটিয়ে ও ঢিল ছুঁড়ে আহত করে। এরপর বিক্ষুব্ধ জনতা নুরাল পাগলের বাড়ী ও দরবারের গেট ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ভবন ও দরবার শরীফ ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় প্রায় অর্ধশত মানুষ আহত হয়। পরে তাদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এক পর্যায়ে তৌহিদী জনতা নুরুল হক ওরফে নুরাল পাগালের লাশ কবর থেকে তুলে ঢাকা-খুলনা মহাসড়কের পদ্মার মোড় এলাকায় নিয়ে পুড়িয়ে দেয়। পরে রাতেই ফরিদপুরে মেডিকেল কলেজ হাসপাতালে নুরাল পাগলের ভক্ত রাসেল মোল্লা (২৮) নামে এক ব্যক্তি নিহত হয়।
উল্লেখ্য, গত ২৩ আগস্ট ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গোয়ালন্দ পাক দরবারের পীর নুরাল হক নুরাল পাগলের মৃত্যুর পর তার প্রতিষ্ঠিত গোয়ালন্দ দরবার শরীফের ভেতরে কাবা শরীফের আদলে রঙ করা মাটি থেকে প্রায় ১২ ফুট উঁচু বেদিতে দাফন করা হয়। এরপর থেকে কবর নিচু, রঙ পরিবর্তন ও ইমাম মেহেদি দরবার শরীফ লেখা সাইনবোর্ড অপসারণের দাবিতে শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভের ঘোষণা দেন জেলা ইমান আকিদা রক্ষা কমিটি।
কেকে/ আরআই