রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে সম্মিলিত শিক্ষার্থী জোট নামে প্যানেল ঘোষণা করা হয়েছে।
রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটায় রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ের সামনে এই প্যানেল ঘোষণা করেন শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক আব্দুল মোহাইমেন।
শিবির ঘোষিত এই প্যানেলে নারী শিক্ষার্থী ছাড়াও রয়েছেন সনাতনী ও জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীরা।
ঘোষিত প্যানেল অনুযায়ী, রাকসুতে সহ-সভাপতি (ভিপি) পদে রাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ, সাধারণ সম্পাদক (জিএস) পদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাবির সাবেক সমন্বয়ক ফাহিম রেজা এবং সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে সোচ্চার স্টুডেন্ট নেটওয়ার্ক রাবি শাখার সভাপতি ও রাবি ছাত্রশিবিরের ছাত্র অধিকার বিষয়ক সম্পাদক এস এম সালমান সাব্বির প্রতিদ্বন্দিতা করবেন।
এছাড়া অন্যান্য পদের প্রার্থীরা হলেন- ক্রীড়া সম্পাদক হামিদুল্লাহ নাঈম, সহকারী ক্রীড়া সম্পাদক আবু সাইয়েদ সামি, সাংস্কৃতিক সম্পাদক জায়েদ হাসান জোহা, সহকারী সাংস্কৃতিক সম্পাদক রাকিবুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক সাইয়েদা হাফসা, সহকারী মহিলা বিষয়ক সম্পাদক সামিয়া জান্নাত, তথ্য ও গবেষণা সম্পাদক নাজমুস সাকিব, সহকারী তথ্য ও গবেষণা সম্পাদক সিফাত আবু সালেহ, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক মোজাহিদুল ইসলাম, সহকারী মিডিয়া ও প্রকাশনা সম্পাদক আসাদুল্লাহ আল গালিব, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মারুফ হোসেন হাসান হাওলাদার, সহকারী বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোজাহিদুল ইসলাম সায়েম, বিতর্ক ও সাহিত্য সম্পাদক ইমরান লস্কর, সহকারী বিতর্ক ও সাহিত্য সম্পাদক নয়ন মোরসালিন, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, সহকারী পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক মাসুমা ইসরাত মোমো এবং কার্যনির্বাহী সদস্য দ্বীপ মাহবুব, সুজন চন্দ্র, মো. ইমজিয়াউল হক কামালি ও খালিদ হাসান।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাবি শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মোজাহিদ ফয়সাল, সাংগঠনিক সম্পাদক হাফেজ মেহেদী হাসান, অর্থ সম্পাদক নওসাজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কেকে/ আরআই