গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কাওরাইদ মধ্যপাড়া এলাকায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন এক কলেজছাত্রী। ওই প্রেমিকের নাম সাব্বির বলে জানা গেছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়ে অনশন শুরু করেন ওই কলেজছাত্রী।
জানা যায়, শ্রীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সহপাঠী সাব্বিরের সঙ্গে ওই কলেজছাত্রীর ছয় মাস ধরে প্রেমের সম্পর্ক চলছিল। সম্পর্ক টিকিয়ে রাখতে ব্যর্থ হওয়ায় একপর্যায়ে অনশন শুরু করেন তিনি।
এদিকে, ঘটনার পর থেকে সাব্বির পলাতক রয়েছে।
কাওরাইদ ইউনিয়ন পরিষদের প্রশাসক মাহবুব আলম বলেন, ঘটনাটি জেনেছি। উভয় পক্ষের সঙ্গে কথা বলে সমাধানে পৌঁছানোর চেষ্টা চলছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক জানান, ৯৯৯-এ ফোন কলের পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কেকে/ আরআই