ব্রাহ্মণবাড়িয়ার নির্বাচনী সংসদীয় আসন পুনর্বিন্যাসের অসন্তোষ প্রকাশ করে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে স্থানীয়রা।
রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে চলেছে স্থানীয়রা।
এতে মহাসড়কে যানবাহনের সাড়ি দীর্ঘ হতে থাকে এবং অবরোধকারীদের দু-দিকে আটকা পড়ে। তীব্র যানজটের ফলে চরম ভোগান্তিতে পড়ছে যানবাহনে থাকা যাত্রী-পথচারীরা।
বিজয়নগর সর্বদলীয় ঐক্য সংগ্রাম পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট ইমাম হোসেনের নেতৃত্বে মহাসড়ক অবরোধ চলছে বলে জানাগেছে।
আন্দোলনকারীদের দাবী, বিজয়নগর উপজেলার ১০টি ইউনিয়নকে পূর্বের নির্বাচনী আসন ব্রাহ্মণবাড়িয়া-৩ এর সঙ্গে যুক্ত করে অখণ্ড বিজয়নগর রাখতে হবে। বিজয়নগরের ১০টি ইউনিয়নকে তারা বিভক্তি দেখতে চায় না।
প্রসঙ্গ, সম্প্রতি ইসির চূড়ান্ত গেজেটে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে আলাদা করে বিজয়নগর উপজেলার ১০টি ইউনিয়নের ২টি ইউনিয়ন চান্দুরা, বুধন্তী ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে যুক্ত করা হয়েছে। এতে বিজয়নগরের মানুষ অসন্তোষ প্রকাশ করে।
কেকে/ এমএস