ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেওয়ানগঞ্জে আনন্দ মিছিল ও শুভযাত্রা
দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫, ৮:০৩ পিএম আপডেট: ০৬.০৯.২০২৫ ৮:৩৬ পিএম

ছবি: প্রতিনিধি
সারা দেশের ন্যায় নানা আয়োজনে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও শুভযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে কালিতলা বাজার থেকে মিছিলটি শুরু হয়ে দেওয়ানগঞ্জ বাজার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় কালিতলা বাজারে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন খানকার সভাপতি ও উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুর রাজ্জাক সরকার এবং সাধারণ সম্পাদক আলতাফ হোসেন চিশতী।
আনন্দ মিছিল ও শুভযাত্রায় ভক্ত-আশেকান ও শ্রমিক দলের নেতাকর্মী অংশ নেন। মিছিল চলাকালে এলাকাজুড়ে ধর্মীয় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। অংশগ্রহণকারীরা শৃঙ্খলাবদ্ধভাবে উপস্থিত হয়ে ধর্মপ্রাণ মানুষের মধ্যে মিলাদুন্নবীর (সা.) মহিমা তুলে ধরেন।
কেকে/এমএ