মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ঘোড়ামারা (কুচিয়া মোড়া) এলাকায় এশার নামাজ পরে বাড়ি ফেরার পথে বৃদ্ধকে কুপিয়ে হত্যার ঘটনায় দুই আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রোববার (১২ অক্টোবর) দুপুরে মামলার প্রধান আসামি সমন আলী ওরফে স্বপন (৪৩) ও অপর আসামী মিয়ার হোসেন (২৮) আদালতে আত্মসমর্পণ করলে উভয় পক্ষের শুনানি শেষে আদালতের বিচারক চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট সাব্বির মাহমুদ চৌধুরী আসামীদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
সমন আলী ওরফে স্বপন সিরাজদিখানের ঘোড়ামারা গ্রামের মেহের আলীর ছেলে ও মিয়ার হোসেন মেহের আলীর ছেলে।
এর আগে আসামীরা উচ্চ আদালতের আদেশেআদালতে হাজির হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রোজিনা ইয়াসমিন।
মামলা ও আদালত সূত্রে জানা গেছে, গত ১০ জুলাই রাত ৯টার দিকে ঘোড়ামারা গ্রামের বৃদ্ধ সাহেব আলী (৬৫) মসজিদে এশার নামাজ পরে বাড়ি ফেরার পথে মুজাফ্ফরের বাড়ির দক্ষিণ পাশে রাস্তায় আসলে জমি নিয়ে বিরোধের জেরে তাকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী আলেয়া (৫৮) বাদী হয়ে মো. সমন আলী ওরফে স্বপন (৪৩), মিয়ার হোসেন (২৮), সিফাত (২০), আনোয়ারা বেগম (৫৮) ও জাবেদকে (৩৫) আসামী করে সিরাজদিখান থানায় মামলা দায়ের করেন।
কোর্ট পুলিশের পরিদর্শক মো. কামরুল ইসলাম মিঞা বলেন, ‘হত্যা মামলার প্রধান দুই আসামি আজ আদালতে আত্নসমর্পণ করেন। তাদের পক্ষে আইনজীবীরা জামিন চাইলে শুনানি শেষে আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কেকে/ এমএ