গাজীপুরের টঙ্গীতে শিক্ষকের মারধর করে পুলিশে দিয়েছে শিক্ষার্থী ও স্থানীয়রা। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দায়ের করা হত্যা মামলায় ওই শিক্ষককে গ্রেফতার দেখায় পুলিশ।
রোববার (১২ অক্টোবর) সকাল সাড়ে এগারোটার দিকে টঙ্গীর পাইলট স্কুল এন্ড গালর্স কলেজ থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শিক্ষকের নাম হানিফ উদ্দিন(৫০)। তিনি প্রতিষ্ঠানটির কলেজ শাখার শিক্ষক ছিলেন। তিনি ৫ আগষ্ট পূর্ববর্তী সময়ে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ গাজীপুর শাখার সদস্য হিসেবে দ্বায়িত্বরত ছিলেন।
পুলিশ জানায়, রোববার সকালে প্রতিষ্ঠানটির কিছু শিক্ষার্থী, পার্শ্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষার্থী ও স্থানীয় লোকজন শিক্ষককে আটক করে মারধর করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে টঙ্গী পশ্চিম পুলিশ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়।
টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুন অর রশিদ বলেন, ‘ঘটনার সময় আমি কলেজে শ্রেণিকক্ষে ছিলাম। খবর পরে ঘটনাস্থলে গিয়ে দেখি পুলিশ তাকে থানায় নিয়ে যাচ্ছে। তার বিরুদ্ধে নাকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলা রয়েছে।’
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ বলেন, ‘আটককৃত শিক্ষকের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা রয়েছে। তাকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। সেই সঙ্গে উত্তরা পশ্চিম থানা পুলিশকে অবহিত করা হয়েছে।’
কেকে/কেটি