যশোরের কেশবপুর পৌর বাড়ি মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মিন্টু সংগঠন থেকে পদত্যাগ করেই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন।
রোববার (১২ অক্টোবর) বিকেলে কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে মোস্তাফিজুর রহমান মিন্টু বলেন, ২০২৩ সালের ১৭ জুন কেশবপুর পৌর বাড়ি মালিক সমিতি প্রতিষ্ঠিত হয়। তিনি সমিতির সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন। তবে দায়িত্ব পালনের সময় কমিটির কিছু পদধারী ও সদস্যদের কারণে গ্রুপিং তৈরি হয়, যার ফলে তিনি স্বাভাবিকভাবে কাজ করতে পারেননি। তাছাড়া, রাজনৈতিক নেতাদের নিয়ে আলোচনা-সমালোচনার বিষয়েও তাকে বাধার মুখে পড়তে হয়। এসব কারণে তিনি গত ১১ অক্টোবর স্বেচ্ছায় সাংগঠনিক সম্পাদক পদ থেকে পদত্যাগ করেন।
মিন্টু আরও বলেন, গ্রুপিংয়ের কারণে ভবন মালিকদের মৌলিক চাহিদাগুলো পূরণ করা তার পক্ষে সম্ভব হয়নি। ফলে সমিতি ভবন মালিকদের কোন কাজে আসছে না। এ অবস্থায় তিনি মনে করেন, সমিতির চলমান মেয়াদ শেষে ভবন মালিকদের প্রত্যক্ষ ভোটে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করে যোগ্য নেতৃত্ব নির্বাচন করা প্রয়োজন। এ কারণে তিনি পৌর বাড়ি মালিক সমিতির সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান।
কেকে/ আরআই