মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫,
১২ কার্তিক ১৪৩২
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
শিরোনাম: স্বর্ণের দামে বড় দরপতন, ভরি কত?      শোকজ নয়, তিন বিচারপতির কাছে তথ্য চাওয়া হয়েছে : সুপ্রিম কোর্ট      কী আছে জুলাই সনদ বাস্তবায়নের আদেশের খসড়ায়      এল ক্লাসিকো জয়ের পরই বড় দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ      এনসিপিকে শাপলা প্রতীক না দেয়া ইসির স্বেচ্ছাচারিতা : নাহিদ      জাতীয় নির্বাচনের আগেই গণভোটের সুপারিশ ঐকমত্য কমিশনের       ক্যাসিনো সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড      
দেশজুড়ে
অদম্য মেধাবী মিথুনের ডুয়েটে ভর্তির স্বপ্ন অনিশ্চিত
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৪৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লালমনিরহাটের মোগলহাট ইউনিয়নের কুরুল গ্রামের দিনমজুর মিলন চন্দ্রের ছেলে মিথুন রায়। নাম তার মিথুন, কিন্তু তার অদম্য ইচ্ছাশক্তি যেন মিথুন (মিথ) নয়, বাস্তবতার এক কঠিন লড়াইয়ের প্রতিচ্ছবি। মুদি দোকানের কর্মচারী হিসেবে কাজ করা এই তরুণ সব প্রতিকূলতা জয় করে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ভর্তির সুযোগ পেয়েছে। কিন্তু এই সুসংবাদের আড়ালে লুকিয়ে আছে এক গভীর হতাশা - অর্থের অভাবে তার প্রকৌশলী হওয়ার স্বপ্ন আজ অনিশ্চিত।

মিথুনের পরিবারে নিজের বলতে এক টুকরো জমিও নেই। অন্যের জমিতে কৃষি শ্রমিকের কাজ করে দিন আনা দিন খাওয়া চলে মিলন চন্দ্রের ৫ সদস্যের সংসার। এই চরম দারিদ্র্যের মধ্যেও মিলন চন্দ্র তার সন্তানদের লেখাপড়ার প্রতি অসম্ভব আগ্রহী। তার বড় ছেলে মিথুন ছোটবেলা থেকেই ছিল ভীষণ মেধাবী। দারিদ্র্যের সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করেও মিথুন তার পড়াশোনা চালিয়ে গেছে। ইটাপোতা আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ২০২০ সালে ৪ দশমিক ৭২ জিপিএ নিয়ে এসএসসি পাস করার পর সে ভর্তি হয় রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটে।

পলিটেকনিকে পড়ার সময়ও টাকার অভাবে তার পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হয়। কিন্তু মিথুন হার মানেনি। ক্লাসের ফাঁকে ফাঁকে সে একটি মুদি দোকানে কর্মচারী হিসেবে কাজ করত এবং টিউশনি করে নিজের পড়াশোনার খরচ জোগাত। এভাবে চার বছর ধরে খেয়ে না খেয়ে কঠোর পরিশ্রম করে ২০২৪ সালে ৩ দশমিক ৮৭ জিপিএ নিয়ে ডিপ্লোমা শেষ করে সে এলাকার সবাইকে তাক লাগিয়ে দেয়। তার চোখে তখন প্রকৌশলী হওয়ার স্বপ্ন।

নিজেকে একজন দক্ষ প্রকৌশলী হিসেবে গড়ে তুলতে মিথুন রায় ডুয়েটে বিএসসিতে ভর্তির আবেদন করে। মুদি দোকানের কাজের ফাঁকে ফাঁকে পড়াশোনা করে সে ডুয়েটের ভর্তি যুদ্ধে অংশ নেয়। তার অদম্য ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রমের ফলস্বরূপ মিথুন রায় ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যায়। জীবনের লক্ষ্যের দ্বারপ্রান্তে এসে দাঁড়ায় সে। কিন্তু এই সুখবরের সঙ্গে সঙ্গেই নেমে আসে আর্থিক সংকটের কালো মেঘ।

ডুয়েটে ভর্তি হতে আগামী ৮ সেপ্টেম্বরের মধ্যে ভর্তি ফি বাবদ ১০ হাজার টাকা এবং বই, খাতা, থাকা-খাওয়া বাবদ আরও প্রায় ৪০-৫০ হাজার টাকার প্রয়োজন। এই বিশাল অঙ্কের টাকা জোগাড় করা তার দিনমজুর পরিবারের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়।

মিথুন ডুয়েটে ভর্তির জন্য জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদনও করেছে। কিন্তু এখন পর্যন্ত কোনো সাড়া মেলেনি। ভর্তির দিন যতই ঘনিয়ে আসছে, ততই মিথুনের স্বপ্ন ভঙ্গ হওয়ার আশঙ্কা বাড়ছে। তার দীর্ঘদিনের লালিত স্বপ্ন মাঝপথে ভেঙে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। 

ইটোপোতা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মকবুল হোসেন মিথুনকে অত্যন্ত মেধাবী উল্লেখ করে বলেন, ‘তাকে সহায়তা করলে সে তার স্বপ্ন পূরণ করতে পারবে।’ 

মিথুনের মা প্রভাতি রানী চোখ মুছতে মুছতে বলেন, ‘আমার মিথুন নাকি ইঞ্জিনিয়ার হবে। সেজন্য মানুষের বাড়িতে ঝিয়ের কাজ করে টাকা দিয়েছি। এখন নাকি ঢাকায় ভর্তি হতে ৪০-৫০ হাজার টাকা লাগে। আমরা গরিব মানুষ, এত টাকা কোথায় পাবো? কেউ কি আছে মোর বেটাকে টাকা দিয়ে পড়াবে? দিলে ভগবানের কাছে তার জন্য আশীর্বাদ করব।’ 

বাবা মিলন চন্দ্রও একই আকুতি জানান, খেয়ে না খেয়ে টাকা দিয়েছি মিথুন পড়াশোনা করেছে। তার স্বপ্ন ইঞ্জিনিয়ার হওয়ার। কিন্তু গরিব মানুষ, তাকে এত টাকা কেমনে দেবো? কোথায় পাবো এত টাকা? কেউ সাহায্য করলে মিথুন বড় ইঞ্জিনিয়ার হতো। তাই বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছি।

মিথুন রায় বলেন, ‘স্কুল জীবন থেকে স্বপ্ন দেখছি প্রকৌশলী হয়ে দেশের জন্য কাজ করব। সেই স্বপ্ন পূরণ করতে বারবার প্রতিবন্ধকতা হয়েছে অভাব নামক দানব। তবে সব প্রতিবন্ধকতা কাটিয়ে ডুয়েটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। এখন আর পারছি না। একই সঙ্গে এত টাকা দেওয়া আমার পরিবারের পক্ষে কোনোভাবেই সম্ভব হচ্ছে না। মাঝপথে স্বপ্নের অপমৃত্যুও মেনে নিতে পারছি না। তাই সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহায়তার আবেদন করছি।’

মোগলহাট ইউনিয়ন পরিষদের সদস্য আসাদুল হক মন্টুও মিথুনকে মেধাবী উল্লেখ করে তার স্বপ্ন পূরণে সমাজের বিত্তবানদের সহায়তা কামনা করেছেন।

কেকে/ এমএ
আরও সংবাদ   বিষয়:  মিথুন রায়   লালমনিরহাট   ইটাপোতা আদর্শ উচ্চ বিদ্যালয়   মেধাবী শিক্ষার্থী  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

উন্নয়ন প্রকল্পগুলোয় কাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে
কমিউনিটি ব্যাংকের ‘এসএমই ৩৬০’ চালু
ফরিদপুরে হত্যার ঘটনায় ২০ বছর পর চারজনের যাবজ্জীবন জেল
ফতুল্লায় ইজিবাইক চালককে পিটিয়ে হত্যার অভিযোগ
স্বর্ণের দামে বড় দরপতন, ভরি কত?

সর্বাধিক পঠিত

ফরেস্টারদের কাঙ্ক্ষিত পদোন্নতিকে স্বাগত জানাল বিএফএ
আগামী নির্বাচন সহজ হবে না : এমএ খালেক
মহম্মদপুরে ১৪৪ ধারা ভঙ্গ করে জমি দখল-সংঘর্ষ, আহত ১৫
বিডব্লিউপিইএ’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্বোধনী অনুষ্ঠান বুধবার
পত্নীতলায় বীজ বিনিময় উৎসব

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close