আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে পাঠচর্চাকে উৎসাহিত করতে জয়পুরহাটের কালাই উপজেলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের উদ্যোগে ৪ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকালে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আক্তার জাহান।
বইমেলায় দেশের খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর প্রকাশিত দশ হাজারেরও বেশি বই প্রদর্শন ও বিক্রয়ের জন্য রাখা হয়েছে। এতে বাংলা ও বিদেশি সাহিত্য, উপন্যাস, ছোটগল্প, রম্যরচনা, নাটক, আত্মজীবনী, বিজ্ঞান, দর্শন, ধর্ম, স্বাস্থ্য, রান্না, কম্পিউটার ও ভাষা শিক্ষাসহ বিভিন্ন বিষয়ের বই রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও শামীমা আক্তার জাহান বলেন, ‘শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের বাইরে পড়াশোনায় আগ্রহী করে তুলতে এই বইমেলা সহায়ক হবে। পাঠচর্চা বাড়লে তরুণ প্রজন্ম আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠবে।’
এ সময় আরো উপস্থিত ছিলেন, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজিমুদ্দিন, কালাই বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা, কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বকুল, জয়পুরহাট জেলা বিএনপির সদস্য আনিসুর রহমান তালুকদারসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
বিশ্ব সাহিত্য কেন্দ্রের এ উদ্যোগ স্থানীয়ভাবে পাঠাভ্যাস বৃদ্ধি করবে এবং বইয়ের প্রতি ভালোবাসা তৈরি করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।এবং মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
কেকে/ এমএস