স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান শেখ মুজিবুর রহমানের অবর্তমানে স্বাধীনতার ঘোষণা দেন তার পক্ষ হয়ে নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ মাঠে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, দেশের শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা। আর ১৫ আগস্ট অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেও তার মৃত্যুর পর আওয়ামী লীগের কেউ তাকে দেখতে যায়নি, শুধু খন্দকার মোশতাক গিয়েছিলেন। অভ্যন্তরীণ কোন্দলের কারণেই শেখ মুজিবের মৃত্যু হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, মানুষ হাওয়ার উপর ভোট দেবে না, মানুষ মার্কা দেখে ভোট দেবে। নির্বাচনের জোয়ার তৈরি করতে পারলে সেই জোয়ার ভেসে যাবে সকল ষড়যন্ত্র।
ঢাকা জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবুর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে আরও বক্তব্য দেন- স্থায়ী কমিটির আরেক সদস্য বেগম সেলিনা রহমান।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া ফ্যাসিস্ট এরশাদের বিরুদ্ধে লড়াই করে গণতান্ত্রিক সরকার উপহার দিয়েছিলেন। আজও তিনি লড়াই করে যাচ্ছেন। বেগম খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর তারেক রহমান বিএনপিকে সংগঠিত করে ফ্যাসিস্ট হাসিনাকে বিতাড়িত করেছে। ২৪ এর গণ অভ্যুত্থান ছিল তার প্রমাণ।
তিনি আরও বলেন, পাশের দেশ আমাদের দেশ চালানোর ষড়যন্ত্র করেছে, এখনো করছে। আমরা একটি স্বৈরাচারকে হটিয়েছি কিন্তু লড়াই শেষ হয়নি। আমরা আর কোনো ষড়যন্ত্র হতে দেব না। আমরা নির্বাচনের জন্য প্রস্তুত।
সেলিনা আরও বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার নামে দেশ লুটপাট করেছে। শেখ হাসিনা ৭১ কে বেচে খেতে চেয়েছে। এখন ২৪ কে বেচে খেতে চাচ্ছে কিন্তু ২৪ কারো একার না, এটি বাংলাদেশের মানুষের সম্মিলিত চেষ্টার সফলতা।
আলোচনা সভায় দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কেকে/ আরআই