মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫,
১২ কার্তিক ১৪৩২
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
শিরোনাম: স্বর্ণের দামে বড় দরপতন, ভরি কত?      শোকজ নয়, তিন বিচারপতির কাছে তথ্য চাওয়া হয়েছে : সুপ্রিম কোর্ট      কী আছে জুলাই সনদ বাস্তবায়নের আদেশের খসড়ায়      এল ক্লাসিকো জয়ের পরই বড় দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ      এনসিপিকে শাপলা প্রতীক না দেয়া ইসির স্বেচ্ছাচারিতা : নাহিদ      জাতীয় নির্বাচনের আগেই গণভোটের সুপারিশ ঐকমত্য কমিশনের       ক্যাসিনো সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড      
দেশজুড়ে
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে শিক্ষার্থীদের বাস সংকট
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৫১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের যাতায়াতের বাস সংকট দেখা দিয়েছে। এ সমস্যা নিরসনের দাবি জানিয়ে শিক্ষার্থীরা। বাস সংকট সমস্যা নিরসনে কলেজের অধ্যক্ষের কাছে স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীরা।

এদিকে চাঁদপুর রুটে বাস না থাকায় বিপাকে পড়েছেন কচুয়া, শাহরাস্তি, কালিয়াপাড়া, দোয়াভাঙ্গা, আলীগঞ্জ, হাজীগঞ্জসহ কুমিল্লার লালমাই, বরুড়া, বিজরা ও মুদাফরগঞ্জসহ আশেপাশের অসংখ্য শিক্ষার্থীরা।

জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন কারিকুলাম অনুযায়ী শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণের জন্য কমপক্ষে ৬০ শতাংশ ক্লাসে উপস্থিত থাকতে হবে। ৬০ শতাংশের কম উপস্থিতি থাকলে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে পারবে না। এই নিয়মের পাশাপাশি, ক্লাসের উপস্থিতির উপর ভিত্তি করে শিক্ষার্থীদের ইনকোর্স পরীক্ষায় নম্বরও বরাদ্দ করা হবে। নতুন কারিকুলাম চালুর পর থেকেই কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের যাতায়াত বেড়েছে। এ কারনে শিক্ষার্থীদের বাস সংকট দেখা দিয়েছে।

কলেজ প্রশাসন সূত্রে জানা গেছে, কলেজের নিজস্ব ১টি বাস ও ভাড়ায় চালিত ১৩টি বাসসহ মোট ১৪টি বাস কুমিল্লার বিভিন্ন উপজেলায় শিক্ষার্থীদের নিয়ে যাতায়াত করে।

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মেহেদী হাসান কলেজের অনার্স তৃতীয় বর্ষে শিক্ষার্থী। তিনি বলেন, চাঁদপুর ও কুমিল্লার কিছু অংশে বিপুল সংখ্যক শিক্ষার্থী ভিক্টোরিয়া কলেজে অধ্যায়নরত। কলেজ থেকে নাঙ্গলকোটের দূরত্ব ৬১ কিলোমিটার। একই দূরত্ব চাঁদপুরের শাহরাস্ত উপজেলার কালিয়াপাড়া বাস স্ট্যান্ড পর্যন্ত। এদিকে, নাঙ্গলকোট রুটে বাস চলাচল করে নিয়মিত। যে কারনে আমার মনে করি আমাদের এদিকেও একটি বাস চলাচল করতে পারবে। কলেজ প্রশাসনের কাছে আমাদের দাবি আমাদের কথা চিন্তা করে এই রুটে একটি বাস দেওয়া হোক।

ডিগ্রী তৃতীয় বর্ষের শিক্ষার্থী কানিজ ফাতিমা বলেন, কলেজ থেকে দেবিদ্বার ও কোম্পানীগঞ্জে দুটি বাস চলাচল করে। এই এলাকায় দুই বাসে ধারণক্ষমতার দ্বিগুণ শিক্ষার্থী হয়। যে কারেনে সব সময় দাঁড়িয়ে ও চাপাচাপি করে যাতায়াত করতে হয়। ক্লাসে ৬০ শতাংশ উপস্থিত থাকার নিয়ম চালুর পর এই সমস্যা আরও বেড়েছে।

শিক্ষার্থী সাইদুল হক বলেন, চৌদ্দগ্রাম ও সদর দক্ষিণ উপজেলায় একটি বাস যথেষ্ট নয়। অনেক শিক্ষার্থীকে নিজ টাকায় বিকল্প গাড়িতে কলেজে আসতে হয়। সবার পক্ষে নিয়মিত নিজ খরচে আসা সম্ভব হয় না। আমাদের দাবি আরেকটি বাস দেওয়া হোক।

এছাড়া কলেজের শিক্ষার্থী, আজাহরুল ইসলাম, তানজি আক্তার মারুফ আহামেদ ও মেহেদী হাসান বলেন, ধারণক্ষমতার দুইগুণ যাত্রী নিয়ে বাস চলাচল করায় ঝুঁকি ও দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। কলেজ বাসে অতিরিক্ত যাত্রীর কারণে প্রতিদিন ছাত্র-ছাত্রীদের দাঁড়িয়ে ও চাপাচাপি করে যাতায়াত করতে হয়।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাস সংকট নিরসনের বিষয়ে কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল বাশার ভূঁঞা বলেন, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। এ বিষয়ে শিক্ষকদের সাথে আলোচনা করব। শিক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে দ্রুত উদ্যোগ নেয়া হবে।

কেকে/ আরআই
আরও সংবাদ   বিষয়:  ভিক্টোরিয়া কলেজ   শিক্ষার্থী  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

উন্নয়ন প্রকল্পগুলোয় কাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে
কমিউনিটি ব্যাংকের ‘এসএমই ৩৬০’ চালু
ফরিদপুরে হত্যার ঘটনায় ২০ বছর পর চারজনের যাবজ্জীবন জেল
ফতুল্লায় ইজিবাইক চালককে পিটিয়ে হত্যার অভিযোগ
স্বর্ণের দামে বড় দরপতন, ভরি কত?

সর্বাধিক পঠিত

ফরেস্টারদের কাঙ্ক্ষিত পদোন্নতিকে স্বাগত জানাল বিএফএ
আগামী নির্বাচন সহজ হবে না : এমএ খালেক
মহম্মদপুরে ১৪৪ ধারা ভঙ্গ করে জমি দখল-সংঘর্ষ, আহত ১৫
বিডব্লিউপিইএ’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্বোধনী অনুষ্ঠান বুধবার
মাল্টা চাষে লাভের স্বপ্ন দেখছেন চাষি আতর আলী

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close