রাজশাহীর গোদাগাড়ী থেকে ৭ম শ্রেণীর স্কুল ছাত্রীকে অপহরণকারী মূলহোতাসহ বাবা-ছেলে গ্রেফতার ও ভিকটিমকে ঢাকার দক্ষিণখান হতে উদ্ধার করেছে র্যাব-৫।
বুধবার (৩ সেপ্টেম্বর) রাত ১.৩০ মিনিটের দিকে র্যাব-৫, সিপিএসসি ও র্যাব-১. সিপিসি-২ এর একটি যৌথ আভিযানিক দল ঢাকার দক্ষিণখান থানাধীন আশকোনা এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত অপহরণকারী মূলহোতা হামিম ও তাজু শেখকে গ্রেফতার এবং অপহৃত ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতরা হলেন, রাজশাহীর গোদাগাড়ী থানার চর আমতলা গ্রামের তাজু শেখের ছেলে মো. হামিম (২২), ও মৃত আলেকের ছেলে মো. তাজু শেখ (৬৫)।
র্যাব-৫ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নিখোঁজ ভিকটিম গোদাগাড়ীর চর নওশেরা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী। ভিকটিম স্কুলে যাওয়ার পথে ১নং বিবাদী হামিম বিবাহিত হওয়া সত্ত্বেও প্রতিনিয়ত আসা যাওয়ার পথে ভিকটিমকে নানাভাবে বিয়ের প্রলোভনসহ কু-প্রস্তাব দিত এবং পথে-ঘাটে নানাভাবে উত্ত্যক্ত করত।
এ বিষয়ে ১নং আসামিকে নিষেধ করা সত্ত্বেও নিষেধ না শুনে ভিকটিমকে ক্ষতি করার পাঁয়তারা করতে থাকে।
গত ১৭ আগস্ট সকাল আনুমানিক ১১টার ভিকটিম বাড়ি হতে স্কুলে যাওয়ার পথে গোদাগাড়ী থানার চরআষাড়িয়াদহ ইউপির চায়পাড়া গ্রাম পাঁকা রাস্তার উপর পৌঁছালে ১নং বিবাদীসহ অপর বিবাদীগনের সহায়তায় ভিকটিমকে বিয়ের প্রলোভন দিয়ে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাতনামা স্থানে তুলে নিয়ে যায়। পরবর্তীতে গোদাগাড়ী থানায় ভিকটিমের পিতা বাদী হয়ে অপহরণ সংক্রান্ত একটি মামলা দায়ের করেন।
র্যাব জানায়, উক্ত আসামিকে গ্রেফতার ও নিখোঁজ ভিকটিমকে উদ্ধারের জন্য অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব ও গোয়েন্দা ছায়াতদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার রাতে গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত ভিকটিম ও গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।
কেকে/এআর