লালমনিরহাটের আদিতমারী উপজেলায় অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনে দায়ে ২টি মেশিন ভেঙ্গে ধ্বংস ও প্রায় ১০০ ফুট পাইপ ভেঙ্গে দেওয়া হয়েছে।
উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের বড় কমলাবাড়ী পশ্চিমপাড়া এলাকায় সতী নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে প্রতিদিন রাতে বালু উত্তোলন করছিল- এমন তথ্যের ভিত্তিতে বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিধান কান্তি হালদার ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালান।
অভিযানে ২টি ড্রেজার মেশিন ভেঙ্গে ধ্বংস ও পাইপ ভেঙ্গে দেওয়া হয়।
বিধান কান্তি হালদার বলেন, ‘অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন কোনভাবেই বোধগম্য নয়। এর প্রতিরোধে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।’
কেকে/এমএ