চুয়াডাঙ্গার জীবননগরে ৬৬৮ বোতল ফেনসিডিলসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৩সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস।
এর আগে, গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সীমান্ত ইউনিয়নের কয়া গ্রামের ঈদগাহ ময়দানের গেটের সামনে থেকে ৬৬৮বোতল ফেনসিডিলসহ দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, আ. রহমান (৩০) উপজেলার সীমান্ত ইউনিয়নের বেনীপুর গ্রামের আ. দাউদের ছেলে এবং পাশ্ববর্তী মহেশপুর উপজেলার শ্রীনাথপুর গ্রামের নুরুজ্জামানের ছেলে এনামুল হক (৩৪)।
পুলিশ সুত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় জীবননগর থানার অফিসার ইনচার্জ ওসি মামুন হোসেন বিশ্বাসের নেতৃত্বে জীবননগর থানার এসআই (নি.) মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সীমান্ত ইউনিয়ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে কয়া গ্রামের ঈদগাহ ময়দানের গেটের সামনে থেকে মেইন রাস্তার উপর থেকে ইন্জিন চালিত পাওয়ার ট্রিলার তল্লাশি করে বস্তা ভর্তি ৬৬৮ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিলসহ দুইজনকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ৬৬৮ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ ৩৬ হাজার ও জব্দকৃত ইন্জিন চালিত পাওয়ার ট্রিলারের মূল্য ১ লক্ষ টাকাসহ সর্বমোট ১৪ লাখ টাকা।
এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফেনসিডিল পাচার হওয়ায় খবরে অভিযান চালানো হয়। এসময় কয়া গ্রামের ঈদগাহ ময়দানের সামনে থেকে পাওয়ার ট্রিলারে ৬৬৮ বোতল ফেনসিডিলসহ দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। দুপুরের দিকে তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।
কেকে/ এমএস