কক্সবাজারের চকরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারিতে খাদ্যদ্রব্য তৈরি ও বিক্রির দায়ে আর রহমান বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১ সেপ্টেম্বর) সকালে চকরিয়া পৌরসভার মগবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপায়ন দেব।
অভিযান সূত্রে জানা গেছে, চকরিয়া পৌরসভার মগবাজার এলাকায় আর রহমান নামের এক বেকারিতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি করে দীর্ঘদিন ধরে পণ্য বাজারজাত করে আসছিল। বিষয়টি প্রশাসন জানতে পেরে সোমবার সকালে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। এসময় আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বেকারির ভেতরে নোংরা ও ময়লাযুক্ত পরিবেশ দেখে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী বেকারির মালিককে ৫০ হাজার টাকা অর্থদন্ড করেন। এসময় আদালতের ম্যাজিস্ট্রেট ভবিষ্যতে খাদ্যদ্রব্য তৈরি করার কাজে পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখার নির্দেশ দেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব বলেন, চকরিয়া পৌরসভার মগবাজার এলাকায় আর রহমান নামে এক বেকারিতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি করার খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় ময়লাযুক্ত, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব্য তৈরি ও বাজারজাত করার অপরাধের দায়ে বেকারির মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা অর্থদন্ড জরিমানা করা হয়।
তিনি আরও বলেন, প্রশাসনের পক্ষ থেকে ভেজাল বিরোধী, নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি ও উৎপাদনের বিরুদ্ধে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে তিনি জানান।
কেকে/ আরআই